
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জার্মানির অর্থমন্ত্রী ক্যাথেরিনা রেইচ আজ শুক্রবার ইউক্রেন সফর শুরু করেছেন। বার্লিন কীভাবে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পারে, সে ব্যাপারে আলোচনা করবেন তিনি।
বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শীতকাল শুরু হওয়ার আগেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলা করছে মস্কো। এই সপ্তাহে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইউক্রেনজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
জার্মান অর্থমন্ত্রী ক্যাথেরিনা রেইচ জানান, রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ তীব্র করেছে। এর ফলে দেশটিতে আসন্ন শীতে বিদ্যুৎ ও গরম থাকার উপায়গুলো যথেষ্ট বিপন্ন হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, এগুলো (রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে) বেসামরিক জনগণকে টার্গেট করে আক্রমণ।
আমরা খতিয়ে দেখতে চাই যে, কীভাবে জার্মানি আরো সুনির্দিষ্ট এবং ভালোভাবে এক্ষেত্রে ইউক্রেনকে সহায়তা দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।