প্রথম প্রীতি ম্যাচে থাইল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল

বাসস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৯:১৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৫ (বাসস) : নারী এশিয়া কাপের আগে প্রস্তুতি মিশনটা  ভালো হয়নি বাংলাদেশ নারী ফুটবল দলের। চলমান থাইল্যান্ড সফরে প্রথম প্রীতি ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। আজ থাইল্যান্ডের ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর এবং দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে বাংলাদেশ।

ম্যাচের প্রথম মিনিটে ওরাপিন ওয়েনগোয়েনের গোলে এগিয়ে যায় থাইল্যান্ড।

বিরতির পর সাওওয়ালাক পেংগামের গোলে ম্যাচে ডাবল লিড নেয় থাইল্যান্ড। এরপর ম্যাচের ৮৬ মিনিটে থাইল্যান্ডের হয়ে তৃতীয় গোল করে পাত্তারানান আউপাচাই।

আগামী ২৭ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী বছরের পহেলা মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে নারী এশিয়া কাপ। আসরকে সামনে রেখে এই সফর দিয়ে প্রস্তুতি সাড়ছে বাংলাদেশ। 

বাংলাদেশ নারী ফুটবল দল : রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, নবীরন খাতুন, আফিদা খন্দকার (অধিনায়ক), কোহাটি কিস্কু, রুমা আক্তার, শামসুন্নাহার (এস), হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আকতার, স্বপ্না রানী, উমেলা মারমা, শাহেদা আক্তার রিপা, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জে), রিতু পর্ণা চাকমা ও সিনহা জাহান শিখা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে সরকারকে : সাইফুল হক
পিডিপিও আইনে ডেটা লোকালাইজেশনের কোনো বাধ্যবাধকতা নেই : তৈয়্যব
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করবে : ফখরুল
গাজায় দ্রুত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের আশা রুবিওর
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
লিবিয়া থেকে ফিরল ৩০৯ বাংলাদেশি
ওয়েলসে স্টারমারের লেবার পার্টির ঐতিহাসিক পরাজয়
বাণিজ্য বিরোধের মধ্যে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্থগিত
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
১০