বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করবে : ফখরুল

বাসস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ২০:৪৯
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ঢাকা ওয়াঙ্গালা-২০২৫ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবি: বাসস

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল সরকার গঠন করলে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য একটি পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করা হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ঢাকা ওয়াঙ্গালা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঢাকায় জাতিগত সংখ্যালঘুদের জন্য একটি পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা এবং তাদের বিভিন্ন উৎসব আনুষ্ঠানিকভাবে উদযাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হবে।

বিএনপি সরকার গঠন করলে জাতিগত সংখ্যালঘুদের সমস্যাগুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি আমি জাতিগত সংখ্যালঘুদের সঙ্গে কথা বলছি এবং তাদের সমস্যাগুলো শুনছি।

দেশের মূলধারার সংস্কৃতিতে সব জাতিগত সংখ্যালঘুদের একীভূত করার প্রয়োজনীয়তার কথা উলে¬খ করে প্রবীণ এই বিএনপি নেতা বলেন, সবাইকে আমাদের মূলধারার সংস্কৃতির সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে। চেতনা ও মননে সবাইকে বাংলাদেশের নাগরিক হিসেবে দাঁড়াতে হবে।

তিনি বলেন, এই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদকে বাংলাদেশী জাতীয়তাবাদ হিসেবে চিহ্নিত করেছিলেন। এর একমাত্র উদ্দেশ্য ছিল— কেবল বাঙালিদের নয় বরং বাংলাদেশে বসবাসকারী বাসিন্দা এবং জাতিগত সংখ্যালঘুদেরও স্বীকৃতি প্রদান করা।

সংখ্যালঘুদের সমস্যা সমাধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা উলে¬খ করে ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া তার ভিশন-২০৩০ এ জাতিগত সংখ্যালঘুদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং তাদের সমস্যা সমাধানের জন্য একটি পৃথক অধিকার কমিশন গঠনের ঘোষণা করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০