নারী ওয়ানডে বিশ্বকাপ : সেমিফাইনালে ভারত

বাসস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৯:২৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৫ (বাসস) : নারী ওয়ানডে বিশ্বকাপের চতুর্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত নারী ক্রিকেট দল। গতরাতে লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে ভারত বৃষ্টি আইনে ৫৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড নারী দলকে। 

এ ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত, এমন সমীকরণ নিয়ে নেভি মুম্বাইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারত। 

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার প্রাতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানা। উদ্বোধনী জুটিতে ২০২ বলে ২১২ রান তোলেন তারা।

দু’জনই সেঞ্চুরি করেন। প্রাতিকা ১৩টি চার ও ২টি ছক্কায় ১৩৪ বলে ১২২ রান করেন। ১০ চার ও ৪ ছক্কায় ৯৫ বলে ১০৯ রান করেন মান্ধানা। 

এছাড়া তিন নম্বরে নামা জেমিমাহ রড্রিগুয়েজের ৫৫ বলে ১১টি চারে করা ৭৬ রানের কল্যাণে নির্ধারিত ৪৯ ওভারে ৩ উইকেটে ৩৪০ রান করে ভারত। 

ভারতের ইনিংসের ৪৮ ওভার পর বৃষ্টি নামলে ম্যাচটি ৪৯ ওভারে নির্ধারিত হয়। এতে বৃষ্টি আইনে ৪৪ ওভারে ৩২৫ রানের লক্ষ্য পায় নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেটে ২৭১ রান করে ম্যাচ হারে কিউইরা। 

৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। এর আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। 

আগামী ২৯ ও ৩০ অক্টোবর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। পয়েন্ট তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল নিশ্চিত না হওয়ায় সেমিফাইনালে কোন দল কার বিপক্ষে খেলবে, সেটি এখনো চূড়ান্ত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০