সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ২০:২৭
সাতক্ষীরায় আজ বিভিন্ন সীমান্ত থেকে বিজিবি - এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি ও ওষুধ এবং নিষিদ্ধ মাদক জব্দ করা হয়েছে। ছবি: বাসস

সাতক্ষীরা, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) - এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি ও ওষুধ এবং নিষিদ্ধ মাদক জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার চান্দুড়িয়া, গাজীপুর, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা ও ঝাউডাঙ্গ বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গোয়ালপাড়া নামক স্থান হতে ভারতীয় শাড়ি, গাজীপুর বিওপির এর আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার আলীর ঘের নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কালিয়ানী বিওপির এর আভিযানিক দল একই উপজেলার আমবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালি ও কাকডাঙ্গা বলফিল্ড মোড় নামক স্থান হতে ৫০০ পিস ভারতীয় ওষুধ ও নেশা জাতীয় ক্যাটাগ্রা ট্যাবলেট, মাদরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল একই উপজেলার কলাবাড়ি ও শশ্বানঘাট নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গোয়াখালি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৯ লাখ ৩৫ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে সরকারকে : সাইফুল হক
পিডিপিও আইনে ডেটা লোকালাইজেশনের কোনো বাধ্যবাধকতা নেই : তৈয়্যব
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করবে : ফখরুল
১০