চবি শিক্ষার্থীদের জন্য চালু হলো আরও ৬টি পরিবেশবান্ধব ই-কার

বাসস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৯:৫০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা নিরসনের লক্ষ্যে নতুন ছয়টি পরিবেশবান্ধব ইলেকট্রনিক কার উদ্বোধন করা হয়েছে। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা নিরসনের লক্ষ্যে নতুন আরও ছয়টি পরিবেশবান্ধব ইলেকট্রনিক কার (ই-কার) উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর (জিরোপয়েন্ট) এলাকায় ই-কারগুলো উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ কানন, চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. ইসহাক ভূঁইয়া বলেন, আমাদের ইশতেহারে অন্যতম একটি পয়েন্ট ছিল ই-কারের সংখ্যা বৃদ্ধি। প্রথম ধাপে ছয়টি ই-কার বৃদ্ধি করা হয়েছে। যেসব হল, ফ্যাকাল্টি বা স্থানে ই-কারের চলাচল ছিল না, সেসব স্থানে ই-কার চলাচল নিশ্চিত করতে নির্দিষ্ট রুট ও স্টপেজ নির্ধারণ করা হবে। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও ই-কার সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। 

এছাড়াও ই-কারের ভাড়া কামনোর বিষয়েও ভাবছেন চাকসুর এই যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক। তিনি বলেন, অনেকেই ই-কারের ভাড়া কমানোর দাবি জানিয়েছেন। ভাড়া কমানোর বিষয়টি নিয়ে শীঘ্রই প্রশাসনের সাথে আলোচনায় বসব। 

বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা ই-কারের সংখ্যা বৃদ্ধি করেছি। প্রয়োজনে ভবিষ্যতে আরও ই-কার সংযোজন করা হবে। যেসব স্থানে আগে ই-কার চলাচল করত না যেমন ফরেস্ট্রি, আইন অনুষদসহ অন্যান্য এলাকাতেও এখন ই-কার চলবে। এছাড়া, ১০ টাকার বেশি ভাড়া না নেওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ আগস্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি কমাতে ছয়টি ই-কার চলাচলের জন্য উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াহ্ইয়া আখতার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০