রাঙ্গামাটিতে তিনটি রেস্টুরেন্টকে জরিমানা 

বাসস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৮:২৮
রাঙ্গামাটিতে আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৪ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি রেস্টুরেন্টকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ শুক্রবার দুপুরে রাঙ্গামাটি শহরের দোয়েল চত্বর এলাকায় অভিযানকালে ৩টি রেস্টুরেন্টকে এ জরিমানা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ জানান, শুক্রবার রাঙ্গামাটি শহরের ৩টি প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশ, পচা-বাসি খাবার পরিবেশন সহ বিভিন্ন অনিয়মের দায়ে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে অন্নপুর্ণা রেস্তোরাকে ছয়হাজার টাকা, আয়োজন রেস্তোরাকে আটহাজার টাকা এবং গাউছুল আজম আল সালাম হোটেলকে সাতহাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে সরকারকে : সাইফুল হক
পিডিপিও আইনে ডেটা লোকালাইজেশনের কোনো বাধ্যবাধকতা নেই : তৈয়্যব
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করবে : ফখরুল
গাজায় দ্রুত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের আশা রুবিওর
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
লিবিয়া থেকে ফিরল ৩০৯ বাংলাদেশি
ওয়েলসে স্টারমারের লেবার পার্টির ঐতিহাসিক পরাজয়
বাণিজ্য বিরোধের মধ্যে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্থগিত
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
১০