কুমিল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

বাসস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৯:৫২
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আজ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। ছবি: বাসস

কুমিল্লা, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় মুরাদনগর উপজেলায় আজ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন ২৮০ জন নারী-পুরুষ। 

কুমিল্লা চক্ষু হাসপাতাল (বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির একটি প্রতিষ্ঠান)- এর তত্ত্বাবধানে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। 

আজ শুক্রবার দিনব্যাপী দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির আয়োজনে স্থানীয় পায়ব হাজী আব্দুল গনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের সাধারণ সমস্যা, ছানি, দৃষ্টিশক্তি পরিমাপসহ বিভিন্ন চক্ষু পরীক্ষা করা হয়। প্রয়োজনে অনেক রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

কুমিল্লা চক্ষু হাসপাতাল (বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির একটি প্রতিষ্ঠান)- এর তত্ত্বাবধানে এ চিকিৎসা কার্যক্রমে বিনামূল্যে এই চক্ষু সেবা ক্যাম্পে কুমিল্লা চক্ষু হাসপাতালের ৮ জন চিকিৎসকের একটি দল অংশগ্রহণ করেন। এছাড়াও চোখে ছানি পড়া ৭০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল। তাদেরকে শনিবার ও রোববার কুমিল্লা চক্ষু হাসপাতালে পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. এম. কে আহসান।

এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. এনামুল হক খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে সরকারকে : সাইফুল হক
পিডিপিও আইনে ডেটা লোকালাইজেশনের কোনো বাধ্যবাধকতা নেই : তৈয়্যব
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করবে : ফখরুল
১০