কুমিল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

বাসস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৯:৫২
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আজ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। ছবি: বাসস

কুমিল্লা, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় মুরাদনগর উপজেলায় আজ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন ২৮০ জন নারী-পুরুষ। 

কুমিল্লা চক্ষু হাসপাতাল (বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির একটি প্রতিষ্ঠান)- এর তত্ত্বাবধানে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। 

আজ শুক্রবার দিনব্যাপী দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির আয়োজনে স্থানীয় পায়ব হাজী আব্দুল গনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের সাধারণ সমস্যা, ছানি, দৃষ্টিশক্তি পরিমাপসহ বিভিন্ন চক্ষু পরীক্ষা করা হয়। প্রয়োজনে অনেক রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

কুমিল্লা চক্ষু হাসপাতাল (বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির একটি প্রতিষ্ঠান)- এর তত্ত্বাবধানে এ চিকিৎসা কার্যক্রমে বিনামূল্যে এই চক্ষু সেবা ক্যাম্পে কুমিল্লা চক্ষু হাসপাতালের ৮ জন চিকিৎসকের একটি দল অংশগ্রহণ করেন। এছাড়াও চোখে ছানি পড়া ৭০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল। তাদেরকে শনিবার ও রোববার কুমিল্লা চক্ষু হাসপাতালে পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. এম. কে আহসান।

এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. এনামুল হক খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০