
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস আজ শুক্রবার উইন্ডসরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রাশিয়ার ওপর চাপ বাড়ানোর বিষয়ে লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে জেলেনস্কির বৈঠকের আগে রাজার সঙ্গে তার সাক্ষাৎ হয়।
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
৭৬ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস এ বছর ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তৃতীয়বার সাক্ষাৎ করলেন।
লন্ডনের পশ্চিমাঞ্চলে অবস্থিত উইন্ডসর ক্যাসেলে পৌঁছানোর সময় জেলেনস্কিকে রাজকীয় অভিবাদন জানানো হয় এবং তার দেশের জাতীয় সঙ্গীতও বাজানো হয়।
জেলেনস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করতে ডাউনিং স্ট্রিটে যাবেন।