মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৬ জন আটক

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৯:২৩
শুক্রবার মাদারীপুরে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। ছবি: বাসস

মাদারীপুর, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ জেলায় ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ শুক্রবার ভোরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন, ঘুনসী গ্রামের মৃত আব্দুল করিম মাতুব্বরের ছেলে মিলন সব্যসাচী ওরফে মিলন মাতুব্বর, শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর, শাহ আলম মাতুব্বরের ছেলে মনু মাতুব্বর, কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম, মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম এবং শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার। 

সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মাদারীপুর থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ইয়ারগান, ১২০ রাউন্ড কার্টিজ, একটি কাটা ৩০৩ রাইফেল, দুটি স্টিলের গিয়ার চাকু, দুটি চাইনিজ কুড়াল, সাতটি রামদা, একটি বল্লম ও ১৮টি টেটা। এছাড়া রয়েছে একটি বেসবল ব্যাট, গাঁজা, টর্চ লাইট, পাসপোর্ট, একটি এনআইডি কার্ড, পাঁচটি মোবাইল ও একটি ট্যাব। 

তিনি আরও জানান, আটককৃতরা অবৈধভাবে অস্ত্রগুলো মজুদ করেছিলেন। এসব অস্ত্র ব্যবহার করে তারা নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মাদারীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান, আটককৃত ব্যক্তিদের অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১
আমার শহরে জুলাই অভ্যুত্থান / চাঁদপুরে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও প্রার্থনা 
দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা
ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
আমার শহরে জুলাই অভ্যুত্থান / খুলনা ছিল আন্দোলনে উত্তাল, সারাদিন চলে ব্যাপক ধড়পাকড়
থাই সংঘর্ষে কম্বোডিয়ার মৃতের সংখ্যা বেড়ে ১৩ : প্রতিরক্ষা মন্ত্রণালয়
আমার শহরে জুলাই গণঅভ্যুত্থান / মেহেরপুর ছিল আতঙ্কের শহর
পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০
মৃত্যুতে নামহীন, স্মৃতিতে অম্লান : অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান
১০