মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৬ জন আটক

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৯:২৩
শুক্রবার মাদারীপুরে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। ছবি: বাসস

মাদারীপুর, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ জেলায় ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ শুক্রবার ভোরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন, ঘুনসী গ্রামের মৃত আব্দুল করিম মাতুব্বরের ছেলে মিলন সব্যসাচী ওরফে মিলন মাতুব্বর, শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর, শাহ আলম মাতুব্বরের ছেলে মনু মাতুব্বর, কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম, মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম এবং শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার। 

সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মাদারীপুর থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ইয়ারগান, ১২০ রাউন্ড কার্টিজ, একটি কাটা ৩০৩ রাইফেল, দুটি স্টিলের গিয়ার চাকু, দুটি চাইনিজ কুড়াল, সাতটি রামদা, একটি বল্লম ও ১৮টি টেটা। এছাড়া রয়েছে একটি বেসবল ব্যাট, গাঁজা, টর্চ লাইট, পাসপোর্ট, একটি এনআইডি কার্ড, পাঁচটি মোবাইল ও একটি ট্যাব। 

তিনি আরও জানান, আটককৃতরা অবৈধভাবে অস্ত্রগুলো মজুদ করেছিলেন। এসব অস্ত্র ব্যবহার করে তারা নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মাদারীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান, আটককৃত ব্যক্তিদের অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুই কারবারি আটক
আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে হলেও কমতে শুরু করেছে পানি
ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরাইলের
পেঁয়াজে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি
ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক: পরবর্তী পদক্ষেপে ইউরোপীয় নেতৃবৃন্দ
কুয়াকাটায় সোনালী স্বপ্ন রোপণে ব্যস্ত কৃষকেরা
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের মতবিনিময় সভা
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
১০