ঠাকুরগাঁও মডেল অনুসরণে সারা দেশে শিশুশ্রম নিরসনের আহ্বান শ্রম সচিবের

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৮:৫৮
শনিবার ঠাকুরগাঁও জেলার গোবিন্দনগরে ইএসডিও’র প্রধান কার্যালয়ে ‘শিশুশ্রম নিরসনে ঠাকুরগাঁও মডেল : অভিজ্ঞতা ও সাফল্য’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান জেলায় শিশুশ্রম নিরসনে ‘শিশুশ্রম পর্যবেক্ষণ ব্যবস্থা (সিএলএমএস)’ মডেলকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।

তিনি আজ জেলার গোবিন্দনগরে ইএসডিও’র প্রধান কার্যালয়ে ‘শিশুশ্রম নিরসনে ঠাকুরগাঁও মডেল : অভিজ্ঞতা ও সাফল্য’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)’র অর্থায়নে ইএসডিও’র উদ্যোগে সিএলএমএস প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ঠাকুরগাঁও মডেল একটি অনুকরণীয় উদাহরণ। অন্যান্য জেলায়ও এই মডেল প্রয়োগ করে শিশুশ্রম নিরসনের কার্যক্রমকে গতিশীল করতে হবে।

তিনি জানান, বাংলাদেশে প্রায় ১০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। সরকার আইএলও কনভেনশন ১৩৮ ও ১৮২ অনুস্বাক্ষর করে শিশুশ্রম বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা শিশুশ্রম শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছি।’

ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান জানান, সিএলএমএস মডেলের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে ১ হাজার ১৯২ শিশুকে শ্রমমুক্ত করে শিক্ষা ও পুনর্বাসনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কর্মশালায় সাবেক শিশুশ্রমিক, অভিভাবক, স্থানীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় করা হয়।

স্টল প্রদর্শনী, গম্ভীরা নৃত্য ও পথনাটকের মাধ্যমে শিশুশ্রমের কুফল নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন, রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এবং কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পেস বোলিংয়ের পুনরুত্থানে তীব্র প্রতিযোগিতার মুখে পেসাররা
মোরেলগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি বাবুল ও মেহেদী সম্পাদক
পুতিনকে মেলানিয়ার ‘শান্তির চিঠি’ তুলে দিলেন ট্রাম্প
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
১০