সংস্কার ও জুলাই গণ-হত্যার বিচার ছাড়া নির্বাচন জনগণ গ্রহণ করবে না : নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২০:৩৩ আপডেট: : ২৬ জুলাই ২০২৫, ২৩:০৭
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজ মৌলভীবাজার শহরের বেরিরপাড় পয়েন্টে আয়োজিত জুলাই পদযাত্রা অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : সংগৃহীত

মৌলভীবাজার, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মৌলভীবাজারে পদযাত্রা পরবর্তী জনসভায় বলেছেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণ তা গ্রহণ করবে না।

আজ শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের বেরীরপার এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়।

বক্তৃতায় সংবিধান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। দেশের সংস্কার ও উন্নয়নে সেই সংবিধানের সংস্কার প্রয়োজন। যেখানে মুক্তিযুদ্ধ ও চব্বিশের অভ্যুত্থানের স্বীকৃতি থাকবে। তবে, বিভিন্ন রাজনৈতিক শক্তি বাহাত্তরের সংবিধানকে রক্ষায় রাজপথে নামছে। এর বিরুদ্ধে সক্রিয় থাকতে হবে।

তিনি আরও বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে এনসিপি। পাশাপাশি বিভিন্ন জাতিসত্তার অধিকার নিশ্চিত করা হবে। এই সময় হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারীদের ওপর চাপানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে। পুলিশ হত্যার দায় ২০২৪-এর আন্দোলনকারী যুবকদের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই এনসিপিকে দেশ গড়ার পথ থেকে বিচ্যুত করতে পারবে না।

দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সাংবাদিকতার মতো মহৎ পেশাকে যারা কলুষিত করছে, তারা দেশের স্বাধীনতার সাথেই প্রতারণা করছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিগত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন।
সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক  নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, সরকারের আশ্বাসে আর বিশ্বাস নেই। আগামী ৩ আগস্ট রাজপথ থেকেই জুলাই সনদ আদায় করা হবে।’

 তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘এই আন্দোলন আর কোনোভাবেই ঠেকানো যাবে না।

এর আগে দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রাটি প্রেসক্লাব, শাহ মোস্তফা রোড হয়ে বেরিরপাড় জনসভায় গিয়ে শেষ হয়। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০