বিমান দুর্ঘটনায় নিহত মহতাবের কবরে বিমান বাহিনীর প্রতিনিধি দলের শ্রদ্ধা জ্ঞাপন 

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৫:৪৪
রবিবার কুমিল্লায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মাহাতাবের কবর জিয়ারত ও শ্রদ্ধা জ্ঞাপন করে বিমান বাহিনী। ছবি: বাসস

কুমিল্লা, ২৭ জুলাই ২০২৫ (বাসস) : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মাহাতাবের কবর জিয়ারত ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। 

আজ দুপুরে উইং কমান্ডার মো. আতিক হাসানের নেতৃত্বে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি নিহত মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারের চুলাশ ভুঁইয়া বাড়িতে আসেন। 

এসময় তারা নিহত মাহতাবের কবরে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ এবং মাহতাবের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। 

কবর জিয়ারতের পর প্রতিনিধি দলের প্রধান উইং কমান্ডার মো. আতিক হাসান সাংবাদিকদের জানান, আমরা বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের প্রতিনিধি হিসেবে মাহতাব ভুঁইয়ার কবর জিয়ারতে এসেছি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। 

বাংলাদেশ বিমান বাহিনী এ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতায় দোয়া প্রার্থনা করছি।

তিনি বলেন, এটি একটি পরিবারের অপূরণীয় ক্ষতি। দুর্ঘটনার তদন্ত চলমান। তদন্ত শেষ হলে আইএসপিআর সবকিছু ব্যাখ্যা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি
সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: শাহজাহান মিঞা
বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
এক টেস্ট ও তিন টি২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান
কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
রাজশাহী সীমান্তে দুর্গাপূজায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
১০