কুমিল্লা, ২৭ জুলাই ২০২৫ (বাসস) : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মাহাতাবের কবর জিয়ারত ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল।
আজ দুপুরে উইং কমান্ডার মো. আতিক হাসানের নেতৃত্বে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি নিহত মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারের চুলাশ ভুঁইয়া বাড়িতে আসেন।
এসময় তারা নিহত মাহতাবের কবরে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ এবং মাহতাবের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
কবর জিয়ারতের পর প্রতিনিধি দলের প্রধান উইং কমান্ডার মো. আতিক হাসান সাংবাদিকদের জানান, আমরা বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের প্রতিনিধি হিসেবে মাহতাব ভুঁইয়ার কবর জিয়ারতে এসেছি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি।
বাংলাদেশ বিমান বাহিনী এ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতায় দোয়া প্রার্থনা করছি।
তিনি বলেন, এটি একটি পরিবারের অপূরণীয় ক্ষতি। দুর্ঘটনার তদন্ত চলমান। তদন্ত শেষ হলে আইএসপিআর সবকিছু ব্যাখ্যা করবেন।