বিমান দুর্ঘটনায় নিহত মহতাবের কবরে বিমান বাহিনীর প্রতিনিধি দলের শ্রদ্ধা জ্ঞাপন 

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৫:৪৪
রবিবার কুমিল্লায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মাহাতাবের কবর জিয়ারত ও শ্রদ্ধা জ্ঞাপন করে বিমান বাহিনী। ছবি: বাসস

কুমিল্লা, ২৭ জুলাই ২০২৫ (বাসস) : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মাহাতাবের কবর জিয়ারত ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। 

আজ দুপুরে উইং কমান্ডার মো. আতিক হাসানের নেতৃত্বে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি নিহত মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারের চুলাশ ভুঁইয়া বাড়িতে আসেন। 

এসময় তারা নিহত মাহতাবের কবরে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ এবং মাহতাবের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। 

কবর জিয়ারতের পর প্রতিনিধি দলের প্রধান উইং কমান্ডার মো. আতিক হাসান সাংবাদিকদের জানান, আমরা বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের প্রতিনিধি হিসেবে মাহতাব ভুঁইয়ার কবর জিয়ারতে এসেছি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। 

বাংলাদেশ বিমান বাহিনী এ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতায় দোয়া প্রার্থনা করছি।

তিনি বলেন, এটি একটি পরিবারের অপূরণীয় ক্ষতি। দুর্ঘটনার তদন্ত চলমান। তদন্ত শেষ হলে আইএসপিআর সবকিছু ব্যাখ্যা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারা দেশে প্রাইমারি স্কুলের স্থগিত অনুষ্ঠান হবে ৩১ জুলাই
একনেক সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২ প্রকল্প অনুমোদন
শেখ মুজিব একদলীয় শাসন চালিয়েছে আর শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছে : মেজর (অব.) হাফিজ উদ্দিন 
করোনায় আরও ১ জন আক্রান্ত
জুলাইয়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে জিইডি 
জুলাইয়ের অভ্যুত্থান ছিল নিপীড়নের বিরুদ্ধে ছাত্রজনতার যুদ্ধ : আসাদ বিন রনি
গাজায় আংশিক যুদ্ধবিরতির ঘোষণা ইসরাইলের
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৪০৯ 
এআই নিয়ন্ত্রণে ‘বিশ্বব্যাপী যৌথ উদ্যোগের’ তাগিদ জাতিসংঘের প্রযুক্তি প্রধানের
৭১ কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
১০