পিরোজপুর, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার নেছারাবাদ উপজেলার প্রায় ২০০ বছরের পুরাতন আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গতকাল রোববার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ দফা নির্দেশনা জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, ১. কোনো ধরনের বাদ্যযন্ত্র (লাউডস্পিকার, সাউন্ড সিস্টেম ইত্যাদি) ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। উচ্চ শব্দ পরিবেশ দূষণ সৃষ্টি করে এবং স্থানীয় জনজীবন ও বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর। ২. পেয়ারা বাগানে নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী পর্যটক আগমন করেন। তাই প্রত্যেককে অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে। ৩. বড় আকারের ট্রলার বা উচ্চ শব্দযুক্ত ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বাগানে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ ধরনের যানবাহন পানিপথে ভিড় ও শব্দ সৃষ্টি করে যা বাগানের পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। ৪. ছোট নৌকা বা মাঝারি আকারের নৌযান ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পায় এবং অন্যান্য পর্যটকরাও নিরাপদে ভ্রমণ উপভোগ করতে পারেন। ৫. পর্যটকদের সাথে নিয়ে আসা খাবারের উচ্ছিষ্টাংশ, পলিথিন, প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য পদার্থ পানিতে ফেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ৬. আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে নেছারাবাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পর্যটন এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয়দের স্বাভাবিক জীবনধারা বজায় রাখতে প্রশাসন এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সকলের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতাই আটঘর-কুড়িয়ানার পেয়ারার রাজ্যকে আরও আকর্ষণীয় ও নিরাপদ রাখা সম্ভব হবে।
উল্লেখ্য, প্রতি বছর বর্ষা মৌসুমে দেশ-বিদেশের হাজারো পর্যটক আটঘর-কুড়িয়ানার ভাসমান পেয়ারা বাজার দেখতে আসেন। নদীঘেরা এই বাগান ও বাজারের প্রাকৃতিক সৌন্দর্য এবং ফলের সমারোহ পর্যটকদের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত।