লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:২৯
মঙ্গলবার ভোররাতে লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

আজ মঙ্গলবার ভোর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার ভোররাতে বাজারে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো হচ্ছে, ফার্মেসী, মুদি দোকান, কাপড়ের দোকান।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। তারপরও সময়মতো আসাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। ৮টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন গ্রন্থাগার থেকে দুর্লভ চীনা পাণ্ডুলিপি ধার নেন পাঠক, ফেরত দেন নকল
কুড়িগ্রামে যৌথ অভিযানে মাদক জব্দ, কারবারি আটক
তৃষ্ণার হ্যাটট্রিকে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় বৃদ্ধ নিহত
স্বাস্থ্যখাতে বন্ধুত্বপূর্ণ ও কল্যাণকর উদ্যোগের জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা : স্বাস্থ্য উপদেষ্টা
বাড়ি ভাড়া বাড়ানোর অভিযোগে পদত্যাগ করলেন বৃটিশ মন্ত্রী রুশনারা আলী
পাকিস্তানের বিপক্ষে ৩৪ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের মিশনে ওয়েস্ট ইন্ডিজ
চট্টগ্রাম নগরীর ২৫ পয়েন্টে রোববার শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি 
বিদেশি রামবুটান চাষে সফল দিনাজপুরের আব্দুর রহমান 
নির্বাচন বানচালে পতিত স্বৈরাচার সহিংস ঘটনার অবতারণা করতে পারে : হাফিজ উদ্দিন আহমেদ
১০