ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:৫৪
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এসইডিপি এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান। ছবি : বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)’ এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত আশুগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফিরোজ মিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল কাদের আলম শাহ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, আশুগঞ্জ সারকারখানা কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম. শওকত আলী, চরচারতলা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন মোল্লা, সোহাগপুর আছিয়া সাফি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান এবং কৃতি শিক্ষার্থী তাহসিন প্রমুখ। 

উল্লেখ্য, ২০২২ ও ২০২৩ সালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নম্বর ও গ্রেড প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ১৮ জন ছাত্রী ও ১৮ জন ছাত্রকে পুরস্কৃত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিগ্যাল এইড-এর মাধ্যমে শ্রমিকদের জন্য ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
অনলাইনে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেফতার
ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত: বিএনপি মহাসচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
নাটোরে বাহারি ফুলের নির্যাস থেকে শহিদুলের রঙিন চা
ভূমিকম্পে রাজধানীতে কয়েকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত
মেহেরপুরের আমন ধানের অধিক ফলন
নাটোরের বাউয়েট ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত: গোলাম পরওয়ার
১০