ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:৫৪
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এসইডিপি এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান। ছবি : বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)’ এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত আশুগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফিরোজ মিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল কাদের আলম শাহ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, আশুগঞ্জ সারকারখানা কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম. শওকত আলী, চরচারতলা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন মোল্লা, সোহাগপুর আছিয়া সাফি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান এবং কৃতি শিক্ষার্থী তাহসিন প্রমুখ। 

উল্লেখ্য, ২০২২ ও ২০২৩ সালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নম্বর ও গ্রেড প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ১৮ জন ছাত্রী ও ১৮ জন ছাত্রকে পুরস্কৃত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন গ্রন্থাগার থেকে দুর্লভ চীনা পাণ্ডুলিপি ধার নেন পাঠক, ফেরত দেন নকল
কুড়িগ্রামে যৌথ অভিযানে মাদক জব্দ, কারবারি আটক
তৃষ্ণার হ্যাটট্রিকে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় বৃদ্ধ নিহত
স্বাস্থ্যখাতে বন্ধুত্বপূর্ণ ও কল্যাণকর উদ্যোগের জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা : স্বাস্থ্য উপদেষ্টা
বাড়ি ভাড়া বাড়ানোর অভিযোগে পদত্যাগ করলেন বৃটিশ মন্ত্রী রুশনারা আলী
পাকিস্তানের বিপক্ষে ৩৪ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের মিশনে ওয়েস্ট ইন্ডিজ
চট্টগ্রাম নগরীর ২৫ পয়েন্টে রোববার শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি 
বিদেশি রামবুটান চাষে সফল দিনাজপুরের আব্দুর রহমান 
নির্বাচন বানচালে পতিত স্বৈরাচার সহিংস ঘটনার অবতারণা করতে পারে : হাফিজ উদ্দিন আহমেদ
১০