ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৪:০৮

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি (বিদ্যমান একাডেমিক কাঠামোতে) প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় বার পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। ফি নির্ধারণ করা হয়েছে ৮শ’ টাকা।

চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী)-এর যেকোন শাখা বা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড ও মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এসএসসি বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) বিভিন্ন ইউনিটে বিদ্যমান একাডেমিক কাঠামোতে (সনাতন) ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করেন, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন হিসেবে বিবেচিত হবে। তবে যারা আবেদন প্রত্যাহার করবেন, তাদের জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে।

শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, এবং ব্যবসায় শিক্ষা-এই তিনটি ইউনিটে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া শেষে আগামী ২২ আগস্ট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরদিন ২৩ আগস্ট শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
নিরাপত্তা চুক্তির বিষয়ে ইসরাইলের সঙ্গে আলোচনা চলছে: সিরিয়ার প্রেসিডেন্ট 
নতুন ঋণের ধাক্কায় ফ্রান্সের ক্রেডিট রেটিং কমিয়েছে ফিচ
গাজায় ইসরাইলের হামলায় নিহত আরও ৫০
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
পুরোনো ভিডিও দিয়ে ছাত্রদল-শিবিরের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির গণসংযোগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময়
পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বাড়াবে উত্তর কোরিয়া: রাষ্ট্রীয় গণমাধ্যম
১০