দিনাজপুরে চালের দাম কমেছে

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৪:২২ আপডেট: : ২৯ জুলাই ২০২৫, ১৪:৩৫
ছবি : বাসস

।। রোস্তম আলী মন্ডল ।।
দিনাজপুর, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : সরকার চালের দাম নিয়ন্ত্রণে রাখতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ফলে দিনাজপুরে চালের দাম কমতে শুরু করেছে।

গতকাল সোমবার দিনাজপুর শহরের বাহাদুর বাজার, চকবাজার, বড়বন্দর ও চাল কল শিল্প এলাকা পুলহাটে সরেজমিনে গিয়ে বর্তমানে চালের দাম কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দিনাজপুর পুলহাট ভাই ভাই অটো-রাইস মিলের মালিক মো. সাদেক আলী বলেন, দিনাজপুরে হঠাৎ করে গত দু'সপ্তাহের ব্যবধানে ধানের বাজারে ধস নেমেছে। আর এর প্রভাব পড়েছে চালের বাজারে। গত এক সপ্তাহের মধ্যে দিনাজপুরে পাইকারি চালের দাম ৫০ কেজির বস্তায় কমেছে ১৫০ থেকে ২০০ টাকা। 

এখানে একাধিক মিল মালিকের সাথে কথা বলে জানা যায়, বাজারে ধানের দাম কমে যাওয়ায় চালের দাম কমছে। তারা বলেন, এর মূল কারণ সরকারিভাবে প্রচুর পরিমাণ চাল আমদানি করা হয়েছে। আবার আগামী আগস্ট মাস থেকে সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হচ্ছে। এসব সরকারি পদক্ষেপের প্রভাবে ধান ও চালের বাজার দর কমতে শুরু করেছে বলে চাল-কল মালিক ও ব্যবসায়ীরা জানান। 

ব্যবসায়ীরা বলছেন, চালের বাজারে দাম কমলেও ক্রেতা-সংকটে পরেছেন তারা। গত এক সপ্তাহ ধরে চালের বাজারে ক্রেতার সংকট চলছে। ব্যবসায়ীদের গুদাম ও আড়তে অনেক চাল মজুদ রয়েছে, কিন্তু ক্রেতা নেই। 

গতকাল দিনাজপুর শহরের সবচেয়ে বড় পাইকারি চালের বাজার বাহাদুর বাজার এনএ মার্কেট ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে এই বাজারে ৫০ কেজির বস্তা জিরাশাইল ৩ হাজার ৫৫০ টাকা বিক্রি হয়েছে। বর্তমানে ওই চাল ৩ হাজার ৪০০ টাকা বস্তা বিক্রি হচ্ছে। বিআর ২৮ জাতের চাল ৫০ কেজির বস্তা ৩ হাজার ১৫০ টাকা বিক্রি হলেও বর্তমানে ২ হাজার ৯৫০ টাকা, বিআর ২৯ জাতের চাল ৫০ কেজির বস্তা ২ হাপ ৯০০ টাকা বিক্রি হলেও বর্তমানে ২ হাজার ৭৫০ টাকা, সুমন স্বর্ণ জাতের চাল ৫০ কেজির বস্তা ২ হাজার ৮৫০ টাকা বিক্রি হলেও, বর্তমানে ২ হাজার ৭০০ টাকা, বাসমতি চাল ২৫ কেজির বস্তা ২ হাজার ২৩০ টাকা বিক্রি হলেও বর্তমানে ২ হাজার ১৫০ টাকা, সিদ্ধ সম্পা চাল ২৫ কেজির বস্তা এক সপ্তাহ আগে এক হাজার ৮২০ টাকা বিক্রি হলেও বর্তমানে এক হাজার ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে চালের দাম কমায় খুশি নিম্ন আয়ের জনসাধারণ। তবে ক্রেতা-সংকটে ভুগছেন চাল ব্যবসায়ীরা। 

চাল ব্যবসায়ী মো. আব্দুল মালেক বলেন, রাজধানী ঢাকাসহ বাইরের জেলাগুলোতে যেভাবে প্রতিদিন চালের ব্যাপারি চাল ক্রয় করতে দিনাজপুর আসতো। গত এক সপ্তাহ থেকে তা হঠাৎ করে কমে গেছে। দিনের অধিকাংশ সময় চালের আড়তে অলস সময় পার করছেন।

চাল কিনতে আসা নজমুল হক বলেন, ‘এক সপ্তাহ আগে বাজারে চালের দামের তুলনায় আজ কেজিতে থেকে ৪ টাকা কম পাচ্ছি। সারা দিন অটো চালিয়ে পরিবার চালাতে হয়। এক কেজি চালে ৩ টাকা বেঁচে গেলেও সেটা আমাদের অনেক উপকার হবে। প্রতিদিন বাসায় দুই থেকে আড়াই কেজি চাল লাগে। চালের বাজার যেনো এরকম থাকে, বা আরও কমে যায়, এটাই আমারা গরিব মানুষেরা সব সময় আশা করি।’

শহরের রামনগর এলাকার বাসিন্দা সুফিয়া বেগম বলেন, ‘কয়েকদিন আগে বাজারে চালের দাম ৮/১০ টাকা কেজিতে বেড়ে গিয়েছিল। এখন ৩ থেকে ৪ টাকা কমেছে। আমাদের দেশে কোন জিনিসের দাম একবার বেড়ে গেলে সে জিনিসের দাম আর কমে না। তবে অন্তর্র্বতীকালীন সরকারের নিকট দাবি, চালের দামটা যেন নিয়ন্ত্রণে থাকে। নইলে আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। জিনিস পত্রের দাম বাড়লে আমরা কোথায় যাব এবং কি ভাবে চলবো।

নাদের রাইস এজেন্সির স্বত্বাধিকারী নুরুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে চালের দাম কমছে। মিল গেটে দাম কম হওয়ায় আমরা কম দামে বাজারে চাল বিক্রি করতে পারছি। কিন্তু কয়েক দিন ধরে চালের দাম কমে গেছে, বাজারে ক্রেতা কমে গেছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র দু'জন ক্রেতা চাল ক্রয় করে নিয়ে গেছে। এখন পর্যন্ত দুই বস্তা চাল বিক্রি করলাম। অথচ দাম যখন বেশি থাকে, তখন ক্রেতা অনেক আসে। দাম কমলে ক্রেতা কমে যায় এটাই চালের ব্যবসার ধরন বলে তিনি জানায়।

গতকাল দিনাজপুর সদর উপজেলার ফাসিলা ধানের হাট ঘুরে দেখা গেছে, এই বাজারে বিআর ২৮ জাতের ধান এক হাজার ৪০০ টাকা মন, বিআর ২৯ জাতের ধান এক হাজার ৩০০, ব্রি- ৮৮ জাতের ধান এক হাজার ৩৫০ টাকা মন ও ব্রি-৩৪, কাঠারী জাতের ধান এক হাজার ৬৫০ টাকা দওে প্রতি মন বিক্রি হচ্ছে, যা গত দু'সপ্তাহ আগে ২৮ জাতের ধান এক হাজার ৪৪০ টাকা, ২৯ জাতের ধান এক হাজার ৩৫০ টাকা, ব্রি-৮৮ জাতের ধান এক হাজার ৪০০ টাকা ও ব্রি-৩৪,কাটারী জাতের ধান এক হাজার ৭৬০ টাকা দরে বিক্রি হয়েছে ক্রেতা-বিক্রেতা উভয়ে দাবি করেন।

জেলার বিরল উপজেলা থেকে এই বাজারে ধান বিক্রি করতে আসা আমজাদ আলী বলেন, মৌসুমের শুরুতে ধান ক্রয় করে মজুদ করে ছিলাম। গত সপ্তাহে কিছু ধান বিক্রি করেছি। সেই সময় দাম ভালো পেয়েছি। কিন্তু সরকার বাইরে থেকে চাল আমদানি করার কারণে ধান ও চালের বাজার নিন্মমুখী হয়ে গেছে। এ কারণে কয়েক জন মিলারের সাথে কথা বলে বাজারে ধান বিক্রি করতে নিয়ে এসেছি। এখন কিছুটা ক্ষতি হলেও ধান আর নিজেদের গুদামে ধরে রাখা যাবে না। তাই দাম একটু কমেই ধান বিক্রি করতে হচ্ছে।

বাংলাদেশ মেজর ও অটোমেজর হাসকিং মিল মালিক সমিতির সহসভাপতি শহীদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, অবৈধ মজুত বন্ধ করলে বাজারে ধান ও চালের দাম কমে আসবে। বাজারে চালের দাম কমে যাওয়ার পিছনে মিলারদের হাত নেই। এখন ধানের দাম কমে গেছে। ফলে চালের দামও কমবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তিনি বলেন, সরকারের উচিত শুধু ধানই নয়, গম, ভুট্টা, সরিষা লাইসেন্স ছাড়া কেউ যেন মজুদ করতে না পারে। সে সব বিষয়ে সরকারি নজরদারি বৃদ্ধিসহ অভিযান চালানো প্রয়োজন। তাহলেই সব খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম স্বাভাবিক ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলেই তিনি ব্যক্ত করেছেন।

এ ব্যাপারে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী বলেন, দেশের চালের ভান্ডার দিনাজপুর জেলায় চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফলে এর সুফল ভোক্তারা পেতে শুরু করেছে। জেলার সরকারি খাদ্য গুদামে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। এছাড়া চালের সংকট সৃষ্টির পূর্বেই বাইরে থেকে চাল আমদানি করা হয়েছে। ফলে দেশে চালের কোন সংকট নেই। সারা দেশের ন্যায় এই জেলায় খাদ্য বান্ধব কর্মসূচি চালু করা হয়েছে।

তিনি বলেন, একই ভাবে জেলার চাল ব্যবসায়ীদের নিকট পর্যাপ্ত চাল মজুদ আছে। নির্দিষ্ট সময় অতিক্রম করে যাতে কেউ চাল মজুদ রেখে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে বিষয়টি নজরদারির মধ্যে রাখা হয়েছে। অহেতুক চালের বাজার সংকট সৃষ্টি করে, মূল্য বৃদ্ধি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। যারা চাল আমদানি করতে চান তারা আগামী ৭ আগস্টের মধ্যে সরকারি সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করবেন।

চলতি বছর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং আগামী বছর মার্চ ও এপ্রিল মাসে খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেয়া হবে।

তিনি বলেন, গত বছর সারা দেশে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে এই কর্মসূচীর চাল দেয়া হয়েছিল। এ বছর ৫৩ লাখ পরিবার এই কর্মসূচির চাল পাবেন। বাইরে থেকে চাল আমদানির ঘোষণা ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ায় বাজারে চালের দাম কমছে। বাইরে থেকে চাল আমদানি করা শুরু হলে আগামীতে চালের দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০