ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসন করবে বিএনপি: মির্জা ফখরুল

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৪:৫৭ আপডেট: : ২৯ জুলাই ২০২৫, ১৫:২১
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে যদি বিএনপি নির্বাচিত হতে পারে তাহলে তারেক রহমান শহীদ পরিবারের পুনর্বাসনে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করবো। যে শিশু তার অভিভাবক হারিয়েছে তাদের পুনর্বাসনের সর্বাত্নক চেষ্টা করব।

মঙ্গলবার রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি আরো বলেন, যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে দিতে না পারলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আছে। তাদের জন্য কিছু না করলে সবাই দায়ী থাকবে।

রাষ্ট্র সংস্কারে শিশুর জন্য নিরাপদ রাষ্ট্র নিশ্চিতের দাবিও জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমরা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন চাচ্ছি। আমরা সংস্কার চাচ্ছি। কিন্তু সেই সংস্কার  যদি মানুষের সার্বিক উন্নয়নে কাজে না আসে, শিশুদের ভবিষ্যত নির্মাণে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ-নিশ্চিত জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোন কাজে আসবে না।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার শিশু কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছুই করেনি।

তিনি আরো বলেন, গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন অগ্রগতি হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
মাদ্রাসা শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছে ঢাকা আলিয়া মাদ্রাসা: ধর্ম উপদেষ্টা
কুমিল্লায় পালিত হচ্ছে মহানবমী, কাল বিসর্জন
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
পূজামণ্ডপ পরিদর্শনে খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার
১০