ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসন করবে বিএনপি: মির্জা ফখরুল

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৪:৫৭ আপডেট: : ২৯ জুলাই ২০২৫, ১৫:২১
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে যদি বিএনপি নির্বাচিত হতে পারে তাহলে তারেক রহমান শহীদ পরিবারের পুনর্বাসনে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করবো। যে শিশু তার অভিভাবক হারিয়েছে তাদের পুনর্বাসনের সর্বাত্নক চেষ্টা করব।

মঙ্গলবার রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি আরো বলেন, যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে দিতে না পারলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আছে। তাদের জন্য কিছু না করলে সবাই দায়ী থাকবে।

রাষ্ট্র সংস্কারে শিশুর জন্য নিরাপদ রাষ্ট্র নিশ্চিতের দাবিও জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমরা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন চাচ্ছি। আমরা সংস্কার চাচ্ছি। কিন্তু সেই সংস্কার  যদি মানুষের সার্বিক উন্নয়নে কাজে না আসে, শিশুদের ভবিষ্যত নির্মাণে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ-নিশ্চিত জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোন কাজে আসবে না।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার শিশু কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছুই করেনি।

তিনি আরো বলেন, গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন অগ্রগতি হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০