বাগেরহাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৫:২৪
উপজেলা পরিষদের অডিটরিয়ামে সোমবার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। ছবি : বাসস

বাগেরহাট, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : বাগেরহাটে ৪০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

এ সময় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধিক নম্বর নিয়ে উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইমরান আলী।  

অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাদিকুল ইসলাম। সভায় বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানগণ, ম্যানেজিং কমিটির সভাপতিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। এই কৃতী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ-বিদেশে তাদের মেধার স্বাক্ষর রাখবে ও দেশ সেবায় আত্মনিয়োগ করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিগ্যাল এইড-এর মাধ্যমে শ্রমিকদের জন্য ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
অনলাইনে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেফতার
ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত: বিএনপি মহাসচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
নাটোরে বাহারি ফুলের নির্যাস থেকে শহিদুলের রঙিন চা
ভূমিকম্পে রাজধানীতে কয়েকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত
মেহেরপুরের আমন ধানের অধিক ফলন
নাটোরের বাউয়েট ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত: গোলাম পরওয়ার
১০