রাজবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কুইজ প্রতিযোগিতা

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৫:৩২
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে শহীদদের স্মরণে মঙ্গলবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে ''সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা' অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজবাড়ী, ২৯ জুলাই বাসস (২০২৫) : গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে "আমার চোখে জুলাই বিপ্লব" শহীদদের স্মরণে আজ সকালে রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে ''সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধান অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। 

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা তাদের জীবনের তাজা রক্ত ঢেলে না দিলে আমরা স্বাধীন হতাম না। রাজবাড়ীর শহীদ সাগরের জীবন থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে। শহীদদের আত্মত্যাগে বলিয়ান হয়ে আগামী দিনের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তোমাদেরকে প্রতিবাদ করার যোগ্যতা অর্জন করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া হক।

এ অনুষ্ঠানে জেলা সদরের ৬৭টি মাধ্যমিক স্কুল, সিনিয়র মাদ্রাসা ও কলেজের ২০১ জন প্রতিযোগী অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, এ ধরনের ব্যতিক্রমী আয়োজনে আমরা অত্যন্ত আনন্দিত। 

একাডেমিক শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা আমাদের চিন্তা চেতনাকে আরো উজ্জীবিত করে তুলবে। আমরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিগ্যাল এইড-এর মাধ্যমে শ্রমিকদের জন্য ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
অনলাইনে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেফতার
ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত: বিএনপি মহাসচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
নাটোরে বাহারি ফুলের নির্যাস থেকে শহিদুলের রঙিন চা
ভূমিকম্পে রাজধানীতে কয়েকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত
মেহেরপুরের আমন ধানের অধিক ফলন
নাটোরের বাউয়েট ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত: গোলাম পরওয়ার
১০