রাজবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কুইজ প্রতিযোগিতা

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৫:৩২
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে শহীদদের স্মরণে মঙ্গলবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে ''সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা' অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজবাড়ী, ২৯ জুলাই বাসস (২০২৫) : গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে "আমার চোখে জুলাই বিপ্লব" শহীদদের স্মরণে আজ সকালে রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে ''সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধান অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। 

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা তাদের জীবনের তাজা রক্ত ঢেলে না দিলে আমরা স্বাধীন হতাম না। রাজবাড়ীর শহীদ সাগরের জীবন থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে। শহীদদের আত্মত্যাগে বলিয়ান হয়ে আগামী দিনের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তোমাদেরকে প্রতিবাদ করার যোগ্যতা অর্জন করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া হক।

এ অনুষ্ঠানে জেলা সদরের ৬৭টি মাধ্যমিক স্কুল, সিনিয়র মাদ্রাসা ও কলেজের ২০১ জন প্রতিযোগী অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, এ ধরনের ব্যতিক্রমী আয়োজনে আমরা অত্যন্ত আনন্দিত। 

একাডেমিক শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা আমাদের চিন্তা চেতনাকে আরো উজ্জীবিত করে তুলবে। আমরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজামুখী ফ্লোটিলায় ইসরাইলি বাধার প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ
গাজায় নৌবহর প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভ
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব
সিলেট জেলা ও মহানগর পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
আড়াইহাজারে ৩৫টি পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
মার্কিন যুদ্ধবিমানের অবৈধ অনুপ্রবেশের নিন্দা ভেনিজুয়েলার
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শারমীন মুরশিদের শোক
গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’ বাধা দেওয়ায় বার্সেলোনায় হাজারো মানুষের বিক্ষোভ
বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিনের মৃত্যুতে মহাসচিবের শোক
১০