নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৫:৩৫
জেলার নিয়ামতপুরে স্ত্রীকে হত্যার দায়ে মোস্তাফিজুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ছবি : বাসস

নওগাঁ, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার নিয়ামতপুরে স্ত্রীকে হত্যার দায়ে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

আজ দুপুরে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসাইন রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত মোস্তাফিজুর নিয়ামতপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালে মান্দা থানার শ্রীরামপুর গ্রামের আনিছুর রহমান সাকিদারের মেয়ে রাণী বেগমের সঙ্গে মোস্তাফিজুর রহমানের পারিবারিকভাবে বিয়ে হয়। সেসময় যৌতুক হিসেবে নগদ ৪০ হাজার টাকা, একটি ভ্যান ও একটি সেলাই মেশিন দেওয়া হয়। 

তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। মোস্তাফিজুর রহমান আরও যৌতুক নিতে রাণী বেগমকে প্রায়ই মারধর করতেন। যৌতুক না দেওয়ায় স্ত্রীকে তালাক দেন মোস্তাফিজুর। কিন্তু সন্তানের কথা ভেবে ফের তাদের বিয়ে হয়।  

আবারও মোস্তাফিজুর ভটভটি কেনার জন্য স্ত্রীকে ৫০ হাজার টাকা বাপের বাড়ি থেকে আনতে চাপ দেন। ২০১৫ সালের ১০ আগস্ট রাতে ঝগড়ার এক পর্যায়ে মোস্তাফিজুর কাঠের খাটিয়া দিয়ে মাথায় আঘাত করলে মারা যান রাণী বেগম। এ ঘটনায় নিহতের বাবা আনিছুর রহমান নিয়ামতপুর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সাজা হলো মাস্তাফিজুরের।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইকবাল জামিল চৌধূরী লাকি বলেন, আদালত আসামি মোস্তাফিজুর রহমানের সর্বোচ্চ সাজা প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০