নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৫:৩৫
জেলার নিয়ামতপুরে স্ত্রীকে হত্যার দায়ে মোস্তাফিজুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ছবি : বাসস

নওগাঁ, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার নিয়ামতপুরে স্ত্রীকে হত্যার দায়ে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

আজ দুপুরে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসাইন রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত মোস্তাফিজুর নিয়ামতপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালে মান্দা থানার শ্রীরামপুর গ্রামের আনিছুর রহমান সাকিদারের মেয়ে রাণী বেগমের সঙ্গে মোস্তাফিজুর রহমানের পারিবারিকভাবে বিয়ে হয়। সেসময় যৌতুক হিসেবে নগদ ৪০ হাজার টাকা, একটি ভ্যান ও একটি সেলাই মেশিন দেওয়া হয়। 

তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। মোস্তাফিজুর রহমান আরও যৌতুক নিতে রাণী বেগমকে প্রায়ই মারধর করতেন। যৌতুক না দেওয়ায় স্ত্রীকে তালাক দেন মোস্তাফিজুর। কিন্তু সন্তানের কথা ভেবে ফের তাদের বিয়ে হয়।  

আবারও মোস্তাফিজুর ভটভটি কেনার জন্য স্ত্রীকে ৫০ হাজার টাকা বাপের বাড়ি থেকে আনতে চাপ দেন। ২০১৫ সালের ১০ আগস্ট রাতে ঝগড়ার এক পর্যায়ে মোস্তাফিজুর কাঠের খাটিয়া দিয়ে মাথায় আঘাত করলে মারা যান রাণী বেগম। এ ঘটনায় নিহতের বাবা আনিছুর রহমান নিয়ামতপুর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সাজা হলো মাস্তাফিজুরের।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইকবাল জামিল চৌধূরী লাকি বলেন, আদালত আসামি মোস্তাফিজুর রহমানের সর্বোচ্চ সাজা প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজামুখী ফ্লোটিলায় ইসরাইলি বাধার প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ
গাজায় নৌবহর প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভ
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব
সিলেট জেলা ও মহানগর পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
আড়াইহাজারে ৩৫টি পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
মার্কিন যুদ্ধবিমানের অবৈধ অনুপ্রবেশের নিন্দা ভেনিজুয়েলার
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শারমীন মুরশিদের শোক
গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’ বাধা দেওয়ায় বার্সেলোনায় হাজারো মানুষের বিক্ষোভ
বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিনের মৃত্যুতে মহাসচিবের শোক
১০