নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৫:৩৫
জেলার নিয়ামতপুরে স্ত্রীকে হত্যার দায়ে মোস্তাফিজুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ছবি : বাসস

নওগাঁ, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার নিয়ামতপুরে স্ত্রীকে হত্যার দায়ে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

আজ দুপুরে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসাইন রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত মোস্তাফিজুর নিয়ামতপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালে মান্দা থানার শ্রীরামপুর গ্রামের আনিছুর রহমান সাকিদারের মেয়ে রাণী বেগমের সঙ্গে মোস্তাফিজুর রহমানের পারিবারিকভাবে বিয়ে হয়। সেসময় যৌতুক হিসেবে নগদ ৪০ হাজার টাকা, একটি ভ্যান ও একটি সেলাই মেশিন দেওয়া হয়। 

তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। মোস্তাফিজুর রহমান আরও যৌতুক নিতে রাণী বেগমকে প্রায়ই মারধর করতেন। যৌতুক না দেওয়ায় স্ত্রীকে তালাক দেন মোস্তাফিজুর। কিন্তু সন্তানের কথা ভেবে ফের তাদের বিয়ে হয়।  

আবারও মোস্তাফিজুর ভটভটি কেনার জন্য স্ত্রীকে ৫০ হাজার টাকা বাপের বাড়ি থেকে আনতে চাপ দেন। ২০১৫ সালের ১০ আগস্ট রাতে ঝগড়ার এক পর্যায়ে মোস্তাফিজুর কাঠের খাটিয়া দিয়ে মাথায় আঘাত করলে মারা যান রাণী বেগম। এ ঘটনায় নিহতের বাবা আনিছুর রহমান নিয়ামতপুর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সাজা হলো মাস্তাফিজুরের।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইকবাল জামিল চৌধূরী লাকি বলেন, আদালত আসামি মোস্তাফিজুর রহমানের সর্বোচ্চ সাজা প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০