মাইলস্টোনে নিহত লক্ষ্মীপুরের সায়ানের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৬:০৫
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরে সায়ানের কবরে শ্রদ্ধা জানায় বাংলাদেশ বিমান বাহিনী। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থী সায়ান ইউসুফের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষে একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরে সায়ানের কবরে এ শ্রদ্ধা জানায়। দলের নেতৃত্ব দেন বিমান বাহিনীর উইং কমান্ডার মো. রোজাউল হক।

বিমান বাহিনীর ১৩ সদস্যের প্রতিনিধি দল লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর এলাকায় সায়ানের প্রতি শ্রদ্ধা জানাতে যায়। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা করব জিয়ারত ও দোয়ায় অংশ নেন। পরে তারা সায়নের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 

এ সময় সায়ানের বাবা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমার মতো আর যেন কেউ এইভাবে সন্তান হারা না হয়। সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

উইং কমান্ডার মো. রোজাউল হক বলেন, এই দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আলোকে আমরা সামনে ব্যবস্থা নেব। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী সায়ান ইউসুফ। পরদিন রাত সাড়ে ৩ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সায়ান মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০