মাইলস্টোনে নিহত লক্ষ্মীপুরের সায়ানের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৬:০৫
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরে সায়ানের কবরে শ্রদ্ধা জানায় বাংলাদেশ বিমান বাহিনী। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থী সায়ান ইউসুফের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষে একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরে সায়ানের কবরে এ শ্রদ্ধা জানায়। দলের নেতৃত্ব দেন বিমান বাহিনীর উইং কমান্ডার মো. রোজাউল হক।

বিমান বাহিনীর ১৩ সদস্যের প্রতিনিধি দল লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর এলাকায় সায়ানের প্রতি শ্রদ্ধা জানাতে যায়। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা করব জিয়ারত ও দোয়ায় অংশ নেন। পরে তারা সায়নের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 

এ সময় সায়ানের বাবা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমার মতো আর যেন কেউ এইভাবে সন্তান হারা না হয়। সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

উইং কমান্ডার মো. রোজাউল হক বলেন, এই দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আলোকে আমরা সামনে ব্যবস্থা নেব। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী সায়ান ইউসুফ। পরদিন রাত সাড়ে ৩ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সায়ান মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিগ্যাল এইড-এর মাধ্যমে শ্রমিকদের জন্য ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
অনলাইনে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেফতার
ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত: বিএনপি মহাসচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
নাটোরে বাহারি ফুলের নির্যাস থেকে শহিদুলের রঙিন চা
ভূমিকম্পে রাজধানীতে কয়েকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত
মেহেরপুরের আমন ধানের অধিক ফলন
নাটোরের বাউয়েট ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত: গোলাম পরওয়ার
১০