চট্টগ্রাম, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর ডাবলমুরিং থানায় হত্যা মামলাসহ ১৪টি মামলার পলাতক আসামি মো. সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (২৯ জুলাই) র্যাব-৭ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দুপুর ২টা ৩০ মিনিটে হাটহাজারী থানাধীন দক্ষিণ পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন হাটহাজারী উপজেলার সন্দীপ কলোনি এলাকার মো. মজিবুল হকের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে পলাতক সুমনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর ডাবলমুরিং ও হাটহাজারী থানায় হত্যা, নাশকতা ও চুরিসহ ১৪টি মামলা রয়েছে।
সুমনের বিরুদ্ধে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।