বিশ্ব বাঘ দিবস উপলক্ষে তীরের শোভাযাত্রা ও আলোচনা সভা

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৮:০৯
মঙ্গলবার বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজে পরিবেশবাদী শিক্ষার্থী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)’-এর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

বগুড়া, ২৯ জুলাই ২০২৫ (বাসস) : বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজে পরিবেশবাদী শিক্ষার্থী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)’-এর উদ্যোগে আজ বেলা  সাড়ে ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর, উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াহেদ সরকার, তীরের উপদেষ্টামন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের বাঘ জরিপ অনুযায়ী বাংলাদেশে বর্তমানে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ১২৫টি। ২০১৫ সালের জরিপ অনুযায়ী সংখ্যা ছিল ১০৬টি। গত ২০ বছরে সুন্দরবনে ৪২টি বাঘের মৃত্যুর খবর পাওয়া গেছে। সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়, এটি প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশকে ঢালের মতো রক্ষা করে আসছে। বাঘ এই বনকে পাহারা দিচ্ছে দীর্ঘদিন ধরে। তাই সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বাঘের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তীরের উপদেষ্টা শফী মাহমুদ বলেন, “সুন্দরবনের বাইরের বনাঞ্চলগুলোতে  যেমন বরগুনা, নোয়াখালী, ভোলা কিংবা পার্বত্য চট্টগ্রামে বনের অনেকটা অংশ ইতোমধ্যে উজাড় হয়ে গেছে। মূলত বড় বন্যপ্রাণীর অনুপস্থিতি এবং অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে এসব বন হুমকির মুখে পড়েছে। বাঘ হারালে সুন্দরবনের বাস্তুতন্ত্রও ধ্বংস হবে। হরিণের সংখ্যা বেড়ে গিয়ে বাদাবনের ভারসাম্যে প্রভাব  ফেলবে এবং  চোরা শিকারও বাড়বে।”

তীরের সভাপতি আশা মনি বলেন, “জলবায়ু পরিবর্তনে বাঘের আবাসস্থল সংকুচিত ও খাদ্য সংকটও বেড়েছে। কার্যকর ও টেকসই উদ্যোগের অভাবে রয়েল বেঙ্গল টাইগার আজ অস্তিত্ব সংকটে। তাই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, সেই সঙ্গে সাধারণ মানুষকে হতে হবে আরও সচেতন।”

উল্লেখ্য, শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ ২০১১ সাল থেকে জীববৈচিত্র্য, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছে। সংগঠনটি ২০২১ সালে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার’ অর্জন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০