ঝিনাইদহে দুই ফার্মেসিকে জরিমানা

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৮:১৮
জেলার মহেশপুর উপজেলার বাকসপোতা বাজারে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ভুয়া চিকিৎসা সেবা প্রদানের অভিযোগে দুইটি ফার্মেসিকে জরিমানা করা হয়। ছবি : বাসস

ঝিনাইদহ, ২৯ জুলাই ২০২৫ (বাসস) : জেলার মহেশপুর উপজেলার নেপা মোড় সংলগ্ন বাকসপোতা বাজারে আজ দুপুর ২টার দিকে দুইটি ফার্মেসিকে ৬১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ভুয়া চিকিৎসা সেবা প্রদান এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট না থাকাসহ একাধিক অনিয়ম ধরা পড়ে। এ সময় ‘রানা মেডিসিন কর্নার’ নামের ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ ফার্মেসিটি সিলগালা কওে দেওয়া হয়।

এছাড়াও ‘মেসার্স হাজেরা মেডিকেলে’ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, ডিগ্রি হীন এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অপরাধে অতিরিক্ত ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক ইকরামুল করিম, স্বাস্থ্য পরিদর্শক লিথুন রায়, মহেশপুর থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় আমরা কোনো ধরনের অনিয়ম সহ্য করবো না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেট জেলা ও মহানগর পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
আড়াইহাজারে ৩৫টি পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
মার্কিন যুদ্ধবিমানের অবৈধ অনুপ্রবেশের নিন্দা ভেনিজুয়েলার
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শারমীন মুরশিদের শোক
গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’ বাধা দেওয়ায় বার্সেলোনায় হাজারো মানুষের বিক্ষোভ
বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিনের মৃত্যুতে মহাসচিবের শোক
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের শোক
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
১০