গণঅভ্যুত্থান দিবস পালনে ফেনীতে ব্যাপক প্রস্তুতি

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৮:৩০
ছবি : বাসস

ফেনী, ২৯ জুলাই ২০২৫ (বাসস): ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপন উপলক্ষে ফেনীতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। 

আজ মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা.রুবাইয়াত বিন করিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন প্রমুখ।
সভায় ডিসি সাইফুল ইসলাম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসটি যথাযথ মর্যাদায় বর্ণাঢ্যভাবে পালন করা হবে। এ জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জেলার শহীদদের কবর একই ডিজাইনে দৃষ্টিনন্দনভাবে বাধাই করা হবে।

তিনি বলেন, ফেনীর মহিপালে যেখানে গণঅভ্যুত্থানে ১১ জন শহীদ হয়েছিলেন সেখানে সবার নাম সম্বলিত একটি স্মৃতিস্তম্ভ করা হচ্ছে। ট্রাঙ্ক রোডে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এর আগে ফেনী সদর হাসপাতাল মোড়ে আরেকটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।  

ডিসি জানান, গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে জেলায় আরো কাজ হচ্ছে। এসব কাজ করতে নানা বাধা বিপত্তি পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এ ব্যাপারে ছাত্র, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সবাই সহযোগিতা করছেন।

সাইফুল ইসলাম বলেন, জুলাই-আগস্টজুড়ে নানা কর্মসূচির মধ্যে রয়েছে, জুলাই ওমেন ডে উপলক্ষে টিশার্ট, হ্যান্ডব্যান্ড তৈরি ও বিতরণ, প্রতীকী ম্যারাথন, বৃক্ষরোপণ কর্মসূচি, জুলাই ঘটনাবলি নিয়ে নির্মিত ভিডিও অনলাইনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, জেলার গুরুত্বপূর্ণস্থানে চলচ্চিত্র প্রদর্শনী। 

এছাড়া রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী।

বর্ণাঢ্য আয়োজনে ৪ আগস্ট সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের সমাগম হবে। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

একই দিন জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। একইসঙ্গে আলোচনা সভা ও সব ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হবে।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, একটি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে জুলাই আন্দোলনের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০