রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৮:২৭
মঙ্গলবার জেলায় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন গাছের চারা বিতরণ এবং বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়। ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৯ জুলাই ২০২৫ (বাসস) : জেলায় আজ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন গাছের চারা বিতরণ এবং বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়েছে। 

আজ বেলা ১১টায় শহরের কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচীতে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান সমন্বয়ক মনসুর আহম্মেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেন (পারভেজ), দৈনিক রাঙ্গামাটির ব্যবস্থাপনা সম্পাদক বেগম সুফিয়া কামাল ঝিমি, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কলিম উল্লাহ, রাঙ্গামাটি উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা বেগম, সাংবাদিক মিল্টন বাহাদুর, ইমতিয়াজ কামাল ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে আয়েআজিত এ কর্মসূচীতে চার শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। 
আলোচনাসভার আগে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিগ্যাল এইড-এর মাধ্যমে শ্রমিকদের জন্য ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
অনলাইনে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেফতার
ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত: বিএনপি মহাসচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ
নাটোরে বাহারি ফুলের নির্যাস থেকে শহিদুলের রঙিন চা
ভূমিকম্পে রাজধানীতে কয়েকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত
মেহেরপুরের আমন ধানের অধিক ফলন
নাটোরের বাউয়েট ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত: গোলাম পরওয়ার
১০