পীর শাহ মুহাম্মদ আহসানুজ্জামানের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৮:৪৫
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ফাইল ছবি

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকার অন্যতম প্রাচীন সুফি মারকাজ মশুরিখোলা দরবারের পীর শাহ মুহাম্মদ আহসানুজ্জামানের ইন্তেকালে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন  তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উপদেষ্টা বলেন, পীর শাহ মুহাম্মদ আহসানুজ্জামান ঢাকাসহ সারাদেশে ১৫টি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। দেশের প্রাকৃতিক দুর্যোগ— বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিধ্বসের মতো ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দরবারের পক্ষ থেকে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন।

পীর শাহ মুহাম্মদ আহসানুজ্জামান হিজরি সন উদ্‌যাপনের  জাতীয় সংগঠন ‘জাতীয় হিজরি নববর্ষ উদ্‌যাপন পরিষদ’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন শাহ আহসানুল্লাহ ওয়াক্ফ এস্টেটের ৮ম মোতাওয়াল্লি। সমাজসেবার পাশাপাশি দরবার ও সিলসিলাকে এগিয়ে নিতে তার সংগ্রামী প্রচেষ্টা আমৃত্যু অব্যাহত ছিল।

শোকবার্তায় উপদেষ্টা আরও বলেন, পীর শাহ মুহাম্মদ আহসানুজ্জামানের কর্মময় জীবন সকলের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দরবার ও সিলসিলার প্রতি নিজেকে উৎসর্গ করে বাংলাদেশের সুফি সমাজে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

উল্লেখ্য, পীর মাওলানা শাহ মুহাম্মদ আহসানুজ্জামান আজ  মঙ্গলবার দুপুরে  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় প্রায় ২ লাখ টন ইলিশ আহরণে নদীতে জেলেরা
যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাটের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
মুন্সীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
টাঙ্গাইলে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে গণমিছিল ও লিফলেট বিতরণ
জোটের যেকোন দলের প্রতীকে ভোট চায় এনডিএম
বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর অভিযানে বিদেশী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ভারত-চীনের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
১০