নেত্রকোনায় অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৮:৪৫
ছবি : বাসস

নেত্রকোনা, ২৯ জুলাই ২০২৫ (বাসস): জেলার কলমাকান্দায় মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তার দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

এছাড়া উত্তোলনকৃত বালু জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় নৌকা মালিক মো. কাসেমকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া কাসেম ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর করবেন না বলে মুচলেকা দেন।

জরিমানার টাকা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় প্রায় ২৫০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু প্রশাসনের জিম্মায় থাকবে এবং পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেট জেলা ও মহানগর পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
আড়াইহাজারে ৩৫টি পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
মার্কিন যুদ্ধবিমানের অবৈধ অনুপ্রবেশের নিন্দা ভেনিজুয়েলার
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শারমীন মুরশিদের শোক
গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’ বাধা দেওয়ায় বার্সেলোনায় হাজারো মানুষের বিক্ষোভ
বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিনের মৃত্যুতে মহাসচিবের শোক
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের শোক
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
১০