হাইকোর্টের আদেশ স্থগিত, ইউসিবি ব্যাংকের এজিএম করতে বাধা নেই

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৯:০৩

ঢাকা, ২৯ জুলাই ২০২৫ (বাসস): আগামী ৩১ জুলাই অনুষ্ঠিতব্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট।

একই সঙ্গে আগামী ৪ আগস্ট বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আজ বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এই আদেশ দেন।

আদালতে ইউসিবি ব্যাংকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কদ্দুছ কাজল, ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী আরশাদুর রউফ ও সাইফুজ্জামান তুহিন। রিটকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

গত ২৭ জুলাই এই ব্যাংকের ছয় শেয়ারহোল্ডারের করা পৃথক দুটি রিটের শুনানি শেষে বিচারপতি খিজির হায়াতের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এবং বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৩১ জুলাই তারিখে নির্ধারিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করে। সে আদেশের বিরুদ্ধে ইউসিবি ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করলে আজ চেম্বার আদালত আদেশ দেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ গঠিত হয়। সেই পরিচালনা পরিষদের অধীনে আগামী ৩১ জুলাই এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমাজনে আটক ৩৩ কলম্বিয়ান সৈনিকের মুক্তি
আবৃত্তি সংসদ কুমিল্লার বর্ষপূর্তি উদ্‌যাপন
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
ফজলুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ নিয়ে ভুয়া ভিডিও শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
নিষেধাজ্ঞার তীব্র প্রতিক্রিয়া জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সাথে সহযোগিতাকে ‘ক্ষুণ্ন’ করার জন্য : ইরান
টাঙ্গাইলে ‘গাছ কথা বলে’ নাটক মঞ্চায়িত
সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী
অনেকটা সময় বেগম খালেদা জিয়া যথাযথ চিকিৎসা পাননি: ডা. জাহিদ
চাঁদপুরে শীর্ষ মাদক কারবারি কামরুল গ্রেপ্তার
বগুড়ায় হানি ট্র্যাপ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
১০