হাইকোর্টের আদেশ স্থগিত, ইউসিবি ব্যাংকের এজিএম করতে বাধা নেই

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৯:০৩

ঢাকা, ২৯ জুলাই ২০২৫ (বাসস): আগামী ৩১ জুলাই অনুষ্ঠিতব্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট।

একই সঙ্গে আগামী ৪ আগস্ট বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আজ বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এই আদেশ দেন।

আদালতে ইউসিবি ব্যাংকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কদ্দুছ কাজল, ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী আরশাদুর রউফ ও সাইফুজ্জামান তুহিন। রিটকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

গত ২৭ জুলাই এই ব্যাংকের ছয় শেয়ারহোল্ডারের করা পৃথক দুটি রিটের শুনানি শেষে বিচারপতি খিজির হায়াতের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এবং বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৩১ জুলাই তারিখে নির্ধারিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করে। সে আদেশের বিরুদ্ধে ইউসিবি ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করলে আজ চেম্বার আদালত আদেশ দেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ গঠিত হয়। সেই পরিচালনা পরিষদের অধীনে আগামী ৩১ জুলাই এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
পূজামণ্ডপ পরিদর্শনে খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার
প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ড
ডেনমার্কে রহস্যময় ড্রোনকে কেন্দ্র করে প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনা ইইউ নেতাদের
কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে ১৪ ডাকাত গ্রেফতার
১০