রাজধানীতে বাস চালকদের চোখ ও স্বাস্থ্য পরীক্ষা শুরু

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৯:১৪
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন আজ তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাস-ট্রাক চালকদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা কর্মসূচি উদ্বোধন করেন। ছবি : বাসস

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীতে বাস-ট্রাক চালকদের জন্য তিন দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা কর্মসূচি আজ  শুরু হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি আগামী ৩১ জুলাই পর্যন্ত তেজগাঁও ট্রাক টার্মিনাল, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে চলবে। চশমা, রক্তচাপ, ডায়াবেটিস, চোখের গ্লুকোমা ও নাইট ভিশন পরীক্ষাসহ চালকদের জন্য রয়েছে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা।

এই কার্যক্রমে সহযোগী সংস্থার মধ্যে রয়েছে আহছানিয়া মিশন, ভিশন স্প্রিং, ডাস, আল-নূর হাসপাতাল, বারডেম, রেড ক্রিসেন্টসহ ২০টিরও বেশি সংস্থা।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত এই কার্যক্রম আজ মঙ্গলবার  তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন। 

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘চালকদের চোখ ভালো থাকলে রাস্তাও নিরাপদ থাকে। অনেক দুর্ঘটনার মূলে রয়েছে দৃষ্টিশক্তির দুর্বলতা। তাই চোখ ও স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত।’

শেখ মইনউদ্দিন জানান, সরকার বিনামূল্যে ১ হাজার চালকের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করছে এবং ভবিষ্যতে এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।  

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
তিনি বলেন, চালকদের নিয়মিত স্বাস্থ্য ও চোখ পরীক্ষা করানো অত্যন্ত জরুরি, কারণ গাড়ি চালাতে গিয়ে চালকদের শারীরিক, মানসিক ও চোখের উপর প্রচণ্ড চাপ পড়ে। চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শুধু তাদের জন্য নয়, জনসাধারণের নিরাপত্তার জন্যও অপরিহার্য। 

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর হমান বক্তব্য রাখেন। 

এছাড়াও অনুষ্ঠানে সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা  উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
পূজামণ্ডপ পরিদর্শনে খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার
প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ড
ডেনমার্কে রহস্যময় ড্রোনকে কেন্দ্র করে প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনা ইইউ নেতাদের
কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে ১৪ ডাকাত গ্রেফতার
১০