কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০:১৪

কিশোরগঞ্জ, ২৯ জুলাই ২০২৫ (বাসস): জেলার কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।

নিহতরা হলেন, তারাকান্দি গ্রামের বাসিন্দা মো. শাহাবুদ্দিন (৭০) ও পূর্ব তারাকান্দি গ্রামের মো. মজনু মিয়া (৬০)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, দুপুরের দিকে শাহাবুদ্দিন ও মজনু মিয়া বাড়ির পাশের জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন। এ সময় হঠাৎ করে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে তাদের ওপর পড়ে। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি মো. হেলাল উদ্দিন বলেন, এটি খুবই দুঃখজনক একটি দুর্ঘটনা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০