কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০:১৪

কিশোরগঞ্জ, ২৯ জুলাই ২০২৫ (বাসস): জেলার কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।

নিহতরা হলেন, তারাকান্দি গ্রামের বাসিন্দা মো. শাহাবুদ্দিন (৭০) ও পূর্ব তারাকান্দি গ্রামের মো. মজনু মিয়া (৬০)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, দুপুরের দিকে শাহাবুদ্দিন ও মজনু মিয়া বাড়ির পাশের জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন। এ সময় হঠাৎ করে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে তাদের ওপর পড়ে। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি মো. হেলাল উদ্দিন বলেন, এটি খুবই দুঃখজনক একটি দুর্ঘটনা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৪ সালে রেকর্ড ৩৮৩ সাহায্য কর্মী নিহত : জাতিসংঘ
মানসিক ভারসাম্য হারানো ছাত্রদল নেতার দায়িত্ব নিলেন তারেক রহমান
ইবির ১৯ শিক্ষককে শোকজ নোটিশ প্রদান
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬৪ মামলা
খুলনায় সাবেক এমপি-মেয়রসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা
মোহাম্মদপুরের ছিনতাই চক্রের প্রধান ভাগনে বিল্লাল গ্রেফতার
রামগতির সাথে হাতিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস: হামাস কর্মকর্তা
অবৈধ গ্যাস: ৫ লাখ ৯০ হাজার টাকার জরিমানা আদায়
দেশের কিছু জায়গায় মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে
১০