সিকৃবিতে জুলাই ৩৬ বুক কর্নার উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০:৫১
ছবি : বাসস

সিলেট, ২৯ জুলাই, ২০২৫ (বাসস): সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘জুলাই ৩৬ বুক কর্নার’ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম কর্নারটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘জুলাই ৩৬ বুক কর্নার’ শিক্ষার্থীদের ইতিহাস চর্চা, চেতনার বিকাশ ও জ্ঞান সম্প্রসারণে ভূমিকা রাখবে। এটি শুধু পাঠাগার ভিত্তিক উদ্যোগ নয়, বরং একটি ঐতিহাসিক চেতনার প্রতীক।'

তিনি বলেন, '৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানও আমাদের সংগ্রামী ঐতিহ্যের অংশ। এই কর্নার সেই ঐক্য, আত্মত্যাগ ও আন্দোলনের স্মারক হয়ে থাকবে।'

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহী এবং প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার।

আয়োজনে বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং অতিথিরা বুক কর্নারটি ঘুরে দেখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০