ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : পাবনার সাঁথিয়া থানার কাশীনাথপুর বাজার এলাকায় খান রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কাশীনাথপুর বাজার এলাকায় সোমবার সন্ধ্যায় রাজীব (২০) ও মো. সুজন (২২) নামে দুই চাঁদাবাজ খান রাইস এজেন্সির মালিক শামসুর রহমানের কোমরে একটি কালো রঙের খেলনা পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। এ সময় খান রাইস এজেন্সির মালিক (চাউলের দোকান) খেলনা পিস্তলটির নল বাম হাত দিয়ে ধরে চাঁদাবাজদের দিকে তাক করে বাজারে থাকা ব্যবসায়ীদের ডাক দেন। বাজারের লোকজন ঘটনাস্থলে এসে দুই চাঁদাবাজকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সাঁথিয়া থানায় ওই চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।