লন্ডনে ‘উইমেন ইন ডিপ্লোম্যাসি’ সম্মাননা পেলেন আবিদা ইসলাম

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১২:০০
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম মঙ্গলবার লন্ডনের মেক্সিকো দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে ‘উইমেন ইন ডিপ্লোম্যাসি’ পুরস্কারে ভূষিত হন। ছবি: বাসস

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : কূটনৈতিক অঙ্গনে নারীর অধিকার ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ‘উইমেন ইন ডিপ্লোম্যাসি’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

আজ সকালে লন্ডন থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের মেক্সিকো দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

‘চ্যাম্পিয়ন ফর ওমেন’স রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি’ ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। 

অনুষ্ঠানটি আয়োজন করে ‘উইমেন ইন ডিপ্লোম্যাসি সেক্রেটারিয়েট’। এটি লন্ডনে নিযুক্ত বিভিন্ন দেশের নারী কূটনীতিকদের একটি বিশেষ ফোরাম।

যুক্তরাজ্যে মেক্সিকোর রাষ্ট্রদূত ও উইমেন ইন ডিপ্লোম্যাসি নেটওয়ার্কের বর্তমান সভাপতি জোসেফা গনজালেস ব্লাঙ্কো অর্তিজ মেনা বিভিন্ন দেশের প্রায় ৫০ জন নারী কূটনীতিকের উপস্থিতিতে বাংলাদেশের হাইকমিশনারের হাতে পুরস্কার তুলে দেন।

আবিদা ইসলামের কূটনৈতিক জীবনে নারীর ক্ষমতায়ন ও সমঅধিকারের প্রতি প্রতিশ্রুতি এবং কার্যকর ভূমিকার জন্যই তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোতে রাষ্ট্রদূত থাকাকালে এবং বর্তমানে যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় তার নেতৃত্ব বিশেষভাবে প্রশংসিত হয়।

যুক্তরাজ্যে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বাংলাদেশ হাইকমিশনের অভ্যন্তরে এবং ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসী সমাজের মধ্যেও লিঙ্গ সমতা জোরদারে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

আবিদা ইসলাম ১৫তম বিসিএস ব্যাচের সদস্য হিসেবে ১৯৯৫ সালের নভেম্বরে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। এরপর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

বৈশ্বিক কূটনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নারী কূটনীতিকদের মধ্যে পেশাগত সংযোগ জোরদারের লক্ষে ‘উইমেন ইন ডিপ্লোম্যাসি নেটওয়ার্ক’ গঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলনবিলে পানি কমায় সরিষা চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা
বন্যপ্রাণী রক্ষায় প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হবে: পরিবেশ ও বন উপদেষ্টা
মালয়েশিয়া শীর্ষ সম্মেলনের মাধ্যমে ট্রাম্পের এশিয়া সফর শুরু
রাজশাহীতে হেরোইন উদ্ধার, নারীসহ আটক ২
সাতক্ষীরার সীমান্ত দিয়ে এক নারীকে ভারতে পাচারকালে দু’জন আটক 
লঘুচাপ ঘণীভূত হয়ে ঘূর্ণীঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা
যুক্তরাষ্ট্রের গোপন অভিযানের বিরুদ্ধে উপকূল রক্ষায় অঙ্গীকার ভেনিজুয়েলার
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬
বদরগঞ্জে গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি
নারায়ণগঞ্জে নিরাপদ ব্যবসা পরিবেশের দাবি 
১০