সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ২০:৫৮
চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সীমান্তে থেকে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক-সহ ভারতীয় বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, কালিয়ানী, চান্দুড়িয়া, তলুইগাছা, কাকাডাঙ্গা, মাদরা, ঘোনা সুলতানপুর ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল নতুন পাড়া নামক স্থান হতে ও কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল ছয়ঘরিয়া নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাদপুর আমবাগান নামক স্থান হতে ২৫ বোতল ভারতীয় মদ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই স্থান থেকে ২১ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল দখলের মোড় নামক স্থান হতে ৪০ বোতল ভারতীয় মদ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল রাজপুর নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল মাঝেরহাটি নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ছবেদ আলী মোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক স্থান হতে এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল মজুমদার খাল নামক স্থান ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক নয়লাখ ২৯ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাতক্ষীরা কার্যালয়ে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক এমপি কাজী নাবিলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মহাস্থান হাটে সবজির দাম স্থিতিশীল, সরবরাহ ভালো
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট’ সফলে বর্ণাঢ্য র‌্যালি
চিপসে ব্যবহৃত কিছু উপকরণের মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি নিষেধাজ্ঞা স্থগিত করলো চীন
দিনাজপুর হাসপাতালে রেখে যাওয়া শিশুকে তারেক রহমানের উপহার প্রদান
কুড়িগ্রামে এনসিপি'র আহ্বায়ক কমিটি গঠন 
জামালপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ জন গ্রেফতার
দেশে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা দিন দিন বাড়ছে 
তানজানিয়ায় ২শ’ জনেরও বেশি লোকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা 
১০