নওগাঁ, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : আগামী ১১ আগস্ট অনুষ্ঠেয় নওগাঁ জেলা বিএনপির কাউন্সিল সফল করতে নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল নওগাঁ জেলা শহরের কেডির মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, বর্তমান সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ভিপি রানা।
এছাড়া সভায় আসন্ন কাউন্সিলের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
সভায় ১১ আগস্ট কাউন্সিল সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।