নীলফামারীতে বিপৎসীমা ছুঁয়েছে তিস্তার পানি

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৩:২৫ আপডেট: : ০৩ আগস্ট ২০২৫, ১৪:৪৯
রোববার সকাল নয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছিল। ছবি : বাসস

নীলফামারী, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : জেলায় ভারি বৃষ্টি ও উজানের ঢলে বিপৎসীমা ছুঁয়েছে তিস্তা নদীর পানি।

আজ রোববার সকাল নয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছিল। 

ওই পয়েন্টে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আজ রোববার ভোর থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে। সকাল ছয়টায় ডালিয়ায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। 

এরপর সকাল নয়টায় আরও পানি বেড়ে বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছিল।  শনিবার সকাল নয়টায় ওই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।

নদীর পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলা উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করেছে বলে জানান স্থানীয়রা। 

ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, নদীর পানি বৃদ্ধির ফলে এসব অঞ্চলের মানুষ সতর্কাবস্থায় রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পানি বৃদ্ধি পেলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
সলিমুল্লাহ মেডিকেল কলেজে আধুনিক সুবিধা সম্বলিত হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বাস্থ্য উপদেষ্টার
সিলেটের ‘রাংপানি’ একটি অনাবিষ্কৃত পর্যটন এলাকা
শ্রীলঙ্কার মোস্ট ওয়ান্টেড ব্যক্তি ইন্দোনেশিয়ায় গ্রেফতার
সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা  
বুয়েটের সব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
নওগাঁয় পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত
শিক্ষা ভবন-এয়ারপোর্ট ৭টি ইন্টারসেকশনে ট্রাফিক লাইট চালুর পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে
২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেফতার ২
১০