আনোয়ারায় আওয়ামী লীগ নেতা হিরু গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৫:৩৫

চট্টগ্রাম, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. ইয়াছিন হিরুকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, আজ রোববার (৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে শনিবার রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আনোয়ারার চাতরী ইউনিয়ন পরিষদে দুইবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 

তিনি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, হিরুর বিরুদ্ধে ২০২০ সালের ২০ অক্টোবর আনোয়ারার কালাবিবি দিঘির মোড়ে বিএনপি’র মিছিলে হামলার অভিযোগে মামলা রয়েছে। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াছিন হিরুকে গ্রেপ্তার করা হয়েছ। তার বিরুদ্ধে বিএনপি’র মিছিলে হামলার মামলা রয়েছে। 
তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু
গ্রাহকের অর্থ আত্মসাৎ মামলায় ফ্লাইট এক্সপার্টের তিন কর্মকর্তা কারাগারে
ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই : ছাত্রদল সভাপতি
নওগাঁয় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  
সাইয়েদ আবদুল হাই মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধি
পথ ভুলে পঞ্চগড়ে আসা শিশুটি শ্রীমঙ্গলে বাবা-মায়ের কাছে ফিরে যেতে চায়
বিক্ষোভে উত্তাল ছিল ফেনীর রাজপথ
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে প্রবাস ফেরত যুবক নিহত, আহত ৪
ব্রিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন
আমার শহরে জুলাই অভ্যুত্থান / বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল সাতক্ষীরার রাজপথ 
১০