রংপুরে ট্রাক্টরে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ১

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৬:০১
শনিবার সন্ধ্যায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ১। ছবি : বাসস

রংপুর, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : শনিবার সন্ধ্যায় রংপুরের পীরগাছার একটি রেল ক্রসিংয়ে লালমনিরহাটগামী ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর দুমড়ে-মুচড়ে গেছে । এ ঘটনায় ট্রাক্টর চালক (৩৫) গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বাসস’কে জানান, গতকাল (শনিবার) সন্ধ্যায় উপজেলার চৌধুরানী এলাকার সুবিদ রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, দুর্ঘটনায় আহত ট্রাক্টর চালক আসাদ মিয়া উপজেলার কৈকুড়ি ইউপির সুবিদ গ্রামের নুরু মিয়ার ছেলে। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেনারুল আরও বলেন, শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আসাদ মিয়া সুবিদ রেল ক্রসিং পার হচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চলে আসে এবং তার ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের আঘাতে ট্রাক্টরটি সজোরে ছিটকে গিয়ে পাশেই একটি ধানক্ষেতে পড়ে। দ্রুতগামী ট্রেনেটির আঘাতে দুমড়ে-মুচড়ে যায় ট্রাক্টরটি। এতে এর চালক আসাদ মিয়া গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

রমেক-এর কর্তব্যরত চিকিৎসকরা জানান, চিকিৎসাধীন থাকলেও বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।স্থানীয়রা অভিযোগ করেন, সুবিদ রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান বা নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন চলাচল করলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।  দ্রুত রেল ক্রসিংটিতে গেটম্যান নিয়োগের দাবি জানান এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে পুলিশের গুলিতে শিশুসহ ৯ জন শহীদ হন
হাসিনার পতনের খবরে খুলনার পথে পথে ছাত্র-জনতার আনন্দ মিছিল
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা
বাংলাদেশে গণতান্ত্রিক ভবিষ্যতের প্রত্যাশায় সংহতি কানাডার
বগুড়ার রাজপথে ছাত্র-জনতার বাঁধভাঙা উল্লাস
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা
বাগেরহাটে শহীদ আলিফের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ জেলা প্রশাসনের
বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল জার্মানি
এ দিন রাজশাহীতে মুহুর্মুহু গুলিতে নিহত ২, আহত শতাধিক
অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে বাংলাদেশের অভিযাত্রায় অস্ট্রেলিয়ার সমর্থন
১০