রংপুরে ট্রাক্টরে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ১

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৬:০১
শনিবার সন্ধ্যায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ১। ছবি : বাসস

রংপুর, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : শনিবার সন্ধ্যায় রংপুরের পীরগাছার একটি রেল ক্রসিংয়ে লালমনিরহাটগামী ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর দুমড়ে-মুচড়ে গেছে । এ ঘটনায় ট্রাক্টর চালক (৩৫) গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বাসস’কে জানান, গতকাল (শনিবার) সন্ধ্যায় উপজেলার চৌধুরানী এলাকার সুবিদ রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, দুর্ঘটনায় আহত ট্রাক্টর চালক আসাদ মিয়া উপজেলার কৈকুড়ি ইউপির সুবিদ গ্রামের নুরু মিয়ার ছেলে। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেনারুল আরও বলেন, শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আসাদ মিয়া সুবিদ রেল ক্রসিং পার হচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চলে আসে এবং তার ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের আঘাতে ট্রাক্টরটি সজোরে ছিটকে গিয়ে পাশেই একটি ধানক্ষেতে পড়ে। দ্রুতগামী ট্রেনেটির আঘাতে দুমড়ে-মুচড়ে যায় ট্রাক্টরটি। এতে এর চালক আসাদ মিয়া গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

রমেক-এর কর্তব্যরত চিকিৎসকরা জানান, চিকিৎসাধীন থাকলেও বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।স্থানীয়রা অভিযোগ করেন, সুবিদ রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান বা নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন চলাচল করলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।  দ্রুত রেল ক্রসিংটিতে গেটম্যান নিয়োগের দাবি জানান এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০