বগুড়া প্রেসক্লাবে ৩৬ জুলাই স্মরণে চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৬:৩১
বগুড়া প্রেসক্লাবের আয়োজনে রোববার ৩ দিনব্যাপী চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ছবি : বাসস

বগুড়া, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : জেলায় ৩৬ জুলাই স্মরণে বগুড়া প্রেসক্লাবের আয়োজনে আজ রোববার বেলা সাড়ে ১১টায় ৩ দিনব্যাপী চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। 

বগুড়া প্রেসক্লাব নতুন ভবনে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন, প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন|

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, দৈনিক সাতমাথার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারন সম্পাদক আবু সাঈদ। 

এসময় উপস্থিত ছিলেন, বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি রাহাত আহমেদ রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদি, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেস দাস, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আসাফ উদ দৌলা ডিউক প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অগ্রগতি অব্যাহত এবং জুলাই আন্দোলেনের চেতনা সমন্বিত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ আমাদের মূল্যায়ন করতে হবে। ফ্যাস্টিট মুক্ত নতুন দেশ গঠনে গণতান্ত্রিক সমাজব্যবস্থার আবদান রাখার সময় এসেছে।

৩৬ জুলাইয়ের স্মরণে আয়োজিত এই চিত্র প্রদর্শনী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার গণঅভ্যুত্থান পুনরায় স্মরণ করার সুযোগ করেছে। বক্তারা আরো বলেন, জুলাই আন্দোলনে রাজশাহী ও রংপুর বিভাগের মধ্য বগুড়া জেলায় সবচেয়ে শহীদ ও আহত হয়েছে। বগুাড়ায় নিহত হয়েছেন ১৮জন ও আহত হয়েছে ৫শতাধিক। অনুষ্ঠানে শহীদদের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রদর্শনী ৫ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বকাপের প্রস্তুতিতে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল
ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালকের বিরুদ্ধে দুদকের অভিযান 
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
সলিমুল্লাহ মেডিকেল কলেজে আধুনিক সুবিধা সম্বলিত হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বাস্থ্য উপদেষ্টার
সিলেটের ‘রাংপানি’ একটি অনাবিষ্কৃত পর্যটন এলাকা
শ্রীলঙ্কার মোস্ট ওয়ান্টেড ব্যক্তি ইন্দোনেশিয়ায় গ্রেফতার
সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা  
বুয়েটের সব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
নওগাঁয় পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত
শিক্ষা ভবন-এয়ারপোর্ট ৭টি ইন্টারসেকশনে ট্রাফিক লাইট চালুর পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে
১০