বগুড়ায় ট্রাকচাপায় আহত শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৬:৩৬

বগুড়া, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার ধুনট উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় আহত চার বছরের তুবা খাতুন মারা গেছে। 

আজ রোববার সকাল ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার বিকেলে ট্রাকচাপায় মারাত্মক জখম হয় তুবা।  

নিহত তুবা খাতুন কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম গ্রামের শাহ আলমের মেয়ে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির সামনের ধুনট-সোনাহাটা পাকা সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় তুবা। পরে তাকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

ওসি সাইদুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বকাপের প্রস্তুতিতে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
সলিমুল্লাহ মেডিকেল কলেজে আধুনিক সুবিধা সম্বলিত হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বাস্থ্য উপদেষ্টার
সিলেটের ‘রাংপানি’ একটি অনাবিষ্কৃত পর্যটন এলাকা
শ্রীলঙ্কার মোস্ট ওয়ান্টেড ব্যক্তি ইন্দোনেশিয়ায় গ্রেফতার
সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা  
বুয়েটের সব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
নওগাঁয় পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত
শিক্ষা ভবন-এয়ারপোর্ট ৭টি ইন্টারসেকশনে ট্রাফিক লাইট চালুর পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে
২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
১০