৬ ঘণ্টা পর রাঙ্গামাটির বাঘাইছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৬:৩৯
৬ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক। ছবি : বাসস

রাঙ্গামাটি, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা আন্ত:জেলা সংযোগ সড়কে ৬ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। রাতভর ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে মাটি পড়ে আজ ভোর ৬টা থেকে যান চলাচল বন্ধ ছিল। 

সকাল থেকে বিজিবি, ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ প্রচেষ্টায় ৬ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা বাসসকে  বলেন, টানা ভারী বৃষ্টিপাতের কারণে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কে আজ ভোরে পাহাড় ধসের ঘটনার পর পরই আমরা সড়কে মাটি সরানোর জন্য জনবল ও গাড়িসহ যন্ত্রপাতি পাঠিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করি। বর্তমানে সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার বাসসকে বলেন, উপজেলার মারিশ্যা- দীঘিনালা সড়কসহ কয়েকটি স্থানে পাহাড় ধসের কারণে ভোর থেকে যান চলাচল বন্ধ ছিল। মাটি সরাতে সেখানে বিজিবি, ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে সরকারকে : সাইফুল হক
পিডিপিও আইনে ডেটা লোকালাইজেশনের কোনো বাধ্যবাধকতা নেই : তৈয়্যব
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করবে : ফখরুল
গাজায় দ্রুত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের আশা রুবিওর
১০