চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে একজনের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৭:২৭

চট্টগ্রাম, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে পুকুরে ডুবে মোহাম্মদ ইয়াছিন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইয়াছিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মরিয়ম হোটেলে কাজ করতেন। রোববার সকাল ১০টার দিকে পুকুরে গোসল করতে গেলে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পাওয়ায়, পুকুর ঘাটে তার পায়ে থাকা স্যান্ডেল, কাপড় ও সাবান দেখে মরিয়ম হোটেলের মালিক ও স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে দুপুর ১টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুজিবুর রহমান জানান, দুপুরে দুর্ঘটনার বিষয়টি স্থানীয়রা জানালে ঘটনাস্থলে গিয়ে পুকুর ঘাটে নিহতের জামা-কাপড় দেখে সন্দেহ হলে পুকুরে উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের খোঁজ পেতে চেষ্টা চালানো হচ্ছে। খোঁজ পেলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার পতনের দিন মিছিলে মুখরিত ছিল চট্টগ্রাম
ফেনীতে গণঅভ্যুত্থান দিবসে আলোচনা ও দোয়া
রাঙ্গামাটিতে টানা বৃষ্টিতে সাজেকের সাথে সড়ক যোগাযোগ বন্ধ
গাজার সঙ্গে বাণিজ্য আংশিকভাবে পুনরায় চালু করবে ইসরাইল
যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপন করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ
যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
সিলেটে কারফিউ ভেঙে মিছিল, রাস্তায় নেমে আসে সর্বস্তরের মানুষ, গুলিতে নিহত ৫
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৩১৯
নাটোরে বিষাদে রূপ নেয় বিজয় মিছিল
শেখ হাসিনার পতনের খবরে সাতক্ষীরার রাজপথে মানুষের ঢল 
১০