চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে একজনের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৭:২৭

চট্টগ্রাম, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে পুকুরে ডুবে মোহাম্মদ ইয়াছিন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইয়াছিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মরিয়ম হোটেলে কাজ করতেন। রোববার সকাল ১০টার দিকে পুকুরে গোসল করতে গেলে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পাওয়ায়, পুকুর ঘাটে তার পায়ে থাকা স্যান্ডেল, কাপড় ও সাবান দেখে মরিয়ম হোটেলের মালিক ও স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে দুপুর ১টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুজিবুর রহমান জানান, দুপুরে দুর্ঘটনার বিষয়টি স্থানীয়রা জানালে ঘটনাস্থলে গিয়ে পুকুর ঘাটে নিহতের জামা-কাপড় দেখে সন্দেহ হলে পুকুরে উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের খোঁজ পেতে চেষ্টা চালানো হচ্ছে। খোঁজ পেলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০