কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে প্রবাস ফেরত যুবক নিহত, আহত ৪

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৮:১৫

কুমিল্লা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার বুড়িচংয়ে ফারজানা পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইব্রাহীম সরকার (৩২) নামে এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ দুপুর ১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম সরকার কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সরকার বাড়ির বাসিন্দা। তিনি সম্প্রতি মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরেছিলেন বলে তার স্বজনরা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদনগরগামী ফারজানা পরিবহনের একটি দ্রুতগামী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী ইব্রাহীম সরকার নিহত হন এবং চালকসহ আরও চারজন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বাসসকে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহত ইব্রাহীম সরকারের মরদেহ থানায় রাখা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘দুর্ঘটনার পরপরই বাসচালক ও হেলপার পালিয়ে যায়। তাদের আটকের জন্য অভিযান চলছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

এ দিকে ইব্রাহীম সরকারের মৃত্যুর খবরে তার নিজ গ্রাম সরকারবাড়িসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, কিছুদিন আগেই তিনি পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপনের জন্য দেশে ফিরেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকাবাসীর মাঝে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান
ঢাবির জগন্নাথ হলে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন সামান্য বৃদ্ধি
১০