পথ ভুলে পঞ্চগড়ে আসা শিশুটি শ্রীমঙ্গলে বাবা-মায়ের কাছে ফিরে যেতে চায়

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৮:১৯
ছবি : বাসস

পঞ্চগড়, ৩ আগস্ট ২০২৫ (বাসস): পথ ভুলে পঞ্চগড়ে চলে আসা এক শিশুকে উদ্ধার করেছে জেলার সদর থানা পুলিশ। তার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বর্তমানে শিশুটি নিরাপদ আশ্রয়ে রয়েছে। শিশু রিয়াদ শ্রীমঙ্গলে বাবা-মায়ের কাছে ফিরে যেতে চায়। তার বয়স আনুমানিক ৫ থেকে ৬ বছর। 

রিয়াদের দেয়া তথ্য অনুযায়ী, তার পিতার নাম ইব্রাহিম এবং মাতার নাম নুর নাহার। বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সে এর বেশি কিছু বলতে পারে না। কোথা থেকে ট্রেনে উঠে কীভাবে পঞ্চগড়ে এসেছে, সে বিষয়েও সে স্পষ্টভাবে কিছু বলতে পারেনি।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বলেন, গতরাত ২টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে রেল স্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বর্তমানে সে নিরাপদে আছে এবং তার পরিবারের খোঁজ করা হচ্ছে। কেউ তাকে চিনে থাকলে থানায় যোগাযোগের অনুরোধ জানানো হচ্ছে।

তিনি জানান, আজ বিকেলে শিশুটিকে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আহছানিয়া মিশন শিশু নগরীতে হস্তান্তর করা হয়েছে। প্রতিষ্ঠানটির সমাজকর্মী ইউসুফ আলী থানায় গিয়ে শিশুটিকে বুঝে নেন।

আহছানিয়া মিশন শিশু নগরীর সমাজকর্মী ইউসুফ আলী বলেন, এতিম ও পথশিশুদের লালনপালন এবং লেখাপড়া করানো হয় আমাদের নগরীতে। শিশু রিয়াদের পরিবারের সন্ধান না পেলে তাকেও এখানে সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে বড় করা হবে।

পরিবার বা আত্মীয়স্বজনের কেউ শিশুটিকে চিনে থাকলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পঞ্চগড় সদর থানা, মোবাইল- ০১৩২০১৩৮৩৭১, ০১৭৫৫৪৯৭৪৯৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পলিথিন বিরোধী অভিযানে সাড়ে ৫ হাজার কেজি পলিথিন জব্দ
সংবাদমাধ্যম জনগণের কাছে দায়বদ্ধ : মাহফুজ আলম
সিলেটে ডাবল মার্ডার মামলায় দুই সহোদরের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
সৌদি আরবে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
বিমসটেকে নেতৃত্ব বাংলাদেশকে বৃহত্তর অঞ্চলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে সহায়তা করবে : আইসিসিবি
৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
গোমতীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব শাকিল আখতার
জুলাই ঘোষণাপত্র মঙ্গলবার বিকেল ৫টায় ঘোষণা করা হবে
জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন স্মিথ
১০