সাইয়েদ আবদুল হাই মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধি

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৮:২৪
ছবি : বাসস

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় ‘সাইয়েদ আবদুল হাই মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’-এর মূলধন বৃদ্ধি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, মূলধন বৃদ্ধির লক্ষ্যে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুল উলায়ী দাতা পরিবারের পক্ষে ১ লাখ ৪৫ হাজার টাকার একটি চেক আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর কাছে হস্তান্তর করেন।

এই অনুদানের মাধ্যমে ট্রাস্ট ফান্ডের মূলধন ৩ লাখ টাকায় উন্নীত হলো।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, দর্শন বিভাগের অধ্যাপক মো. নূরুজ্জামান এবং অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ২ শিক্ষার্থীকে এককালীন ১২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পলিথিন বিরোধী অভিযানে সাড়ে ৫ হাজার কেজি পলিথিন জব্দ
সংবাদমাধ্যম জনগণের কাছে দায়বদ্ধ : মাহফুজ আলম
সিলেটে ডাবল মার্ডার মামলায় দুই সহোদরের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
সৌদি আরবে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
বিমসটেকে নেতৃত্ব বাংলাদেশকে বৃহত্তর অঞ্চলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে সহায়তা করবে : আইসিসিবি
৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
গোমতীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব শাকিল আখতার
জুলাই ঘোষণাপত্র মঙ্গলবার বিকেল ৫টায় ঘোষণা করা হবে
জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন স্মিথ
১০