নেত্রকোনায় বজ্রপাত নিরোধে তালগাছের চারা রোপণ

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৮:৩৫
ছবি : বাসস

নেত্রকোনা, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত থেকে সুরক্ষায় জেলার মদন উপজেলায় ৫০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে। 

আজ রোববার দুপুরে মদন সংযোগ সড়কের দুই ধারে এ চারাগুলো রোপণ করা হয়। এর মাধ্যমে দেশব্যাপী বজ্রপাত প্রবণ এলাকায় তালগাছের চারা রোপণ কর্মসূচি গ্রহণ করে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন।

চারা রোপণের পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. চন্দ্র কুমার মহাপাত্র, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অলিদুজ্জামান, মদন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান।

আরও ছিলেন স্কয়ার ক্রপ কেয়ার এর সেলস্ কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন, জোনাল সেল্স ম্যানেজার শ্রীকান্ত ঘোষ, ফিল্ড ম্যানেজার মো. মাহবুবুর রহমানসহ স্থানীয় কৃষক ও অন্যান্য সম্মানিত ব্যক্তিরা।

অনুষ্ঠানে কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান জানান, বজ্রপাত আমরা বন্ধ করতে পারবো না কিন্তু কমাতে আমাদের চেষ্টা করতে হবে। হাওরে গাছপালা না থাকায় কৃষক ভাইয়েরা মাঠে কাজ করার সময় বজ্রপাতে অনেকে মারা যান। এ সব এলাকায় যদি গাছপালা থাকতো তাহলে বজ্রপাতে ক্ষতিটা কম হতো।

তিনি বলেন, বজ্রপাত প্রবণ এলাকায় তালগাছ রোপণ করা গেলে বজ্রপাতের প্রথম আঘাতটা এসব উঁচু গাছের উপর পড়বে। বজ্রপাতে যে বিদ্যুৎ উৎপাদন হবে তা গাছের মাধ্যমে মাটিতে চলে যাবে এবং আশপাশে থাকা মানুষের ক্ষয়ক্ষতি কম হবে। 

আয়োজকরা জানান, নেত্রকোনা ছাড়াও ফেনী জেলাতে একই কর্মসূচি পালন করা হয়। দেশের বিভিন্ন জায়গায় তালগাছের চারা রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০