গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু 

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ২৩:৪২
প্রতীকী ছবি

ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যেই নির্বাচিত শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর ১১ আগস্ট থেকে সারাদেশের সব গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। গুচ্ছভুক্ত ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীরা তাদের স্টুডেন্ট প্যানেলে উল্লিখিত তথ্য অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুসারে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। যদি কোনো শিক্ষার্থী তার মূল নম্বরপত্র অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে থাকে, তবে তা নিজ দায়িত্বে সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমার বাইরে কোনো ভর্তি কার্যক্রম গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১১ আগস্ট থেকে। এছাড়া, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইজেরিয়ার বিমান হামলায় নিহত ৩৫
ইসরাইলের সাথে যুক্ত ৬ সন্ত্রাসীকে হত্যা করেছে ইরান
গাজায় জিম্মিদের মুক্তির জন্য রাজনৈতিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী
রপ্তানি ও আয় বেড়েছে হিলি বন্দরে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
হাসিনার আমলের গুম-খুন মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ২৬ অক্টোবর
সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা
খুবিতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 
নতুন দল নির্বাচনকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে: হেলেন জেরিন খান
সিরাজগঞ্জে দুদকের ১৮১তম গণশুনানি শুরু
১০